Home কক্সবাজার কক্সবাজারে মার্কিন বাহিনীর প্রশিক্ষণ, দক্ষতা বাড়াল ফায়ার সার্ভিস

কক্সবাজারে মার্কিন বাহিনীর প্রশিক্ষণ, দক্ষতা বাড়াল ফায়ার সার্ভিস

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজার সমুদ্রসৈকতে দুর্যোগকালে উদ্ধার কার্যক্রমে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ফায়ার সার্ভিসের সদস্যদের প্রশিক্ষণ দিয়েছে মার্কিন সেনা ও বিমান বাহিনীর সদস্যরা।

বুধবার সকালে (২১ মে) সৈকতের প্যারাসেলিং পয়েন্টে চার দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। মার্কিন দূতাবাসের সহযোগিতায় গত ১৮ মে শুরু হওয়া এই প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন কক্সবাজার ফায়ার সার্ভিসের ১৫ জন কর্মকর্তা ও অগ্নিনির্বাপণ কর্মী।

উদ্ধার অভিযানের বাস্তব অনুশীলন
চার দিনব্যাপী এই প্রশিক্ষণে জোর দেওয়া হয় বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের সময় আটকে পড়া মানুষের উদ্ধার কৌশল, ভেসে যাওয়া ব্যক্তিকে দ্রুত শনাক্ত ও উদ্ধার, পানিতে নিখোঁজ ব্যক্তির সন্ধান এবং সমুদ্রতীরে উদ্ধার তৎপরতার নানান দিক নিয়ে। ব্যবহারিক অনুশীলন পরিচালিত হয় কক্সবাজার সমুদ্রসৈকতের প্যারাসেলিং এলাকায়, যেখানে বাস্তব পরিস্থিতির অনুরূপ পরিবেশ তৈরি করে কার্যকর প্রশিক্ষণ দেওয়া হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কক্সবাজার কার্যালয়ের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান,
‘এটা তেমন কিছু নয়। আমরা শুধু প্রশিক্ষণ নিয়েছি। প্রশিক্ষণ শেষ হয়েছে। তারা আজই (বুধবার) চলে যাবেন।’

তিনি আরও বলেন, ‘এই প্রশিক্ষণ কর্মসূচি আমাদের দক্ষতা বাড়াতে অনেক সহায়ক হয়েছে। আজ প্রশিক্ষণ শেষ হওয়ার পর অংশগ্রহণকারী প্রত্যেককে মার্কিন প্রশিক্ষকরা সনদপত্র দিয়েছেন।’

ছবিতে বিতর্ক, তবে কর্তৃপক্ষ বলছে- প্রশিক্ষণই ছিল উদ্দেশ্য
এদিকে প্রশিক্ষণের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা ঘিরে নানা নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই বিদেশি সেনাদের সৈকতে উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন।

এই বিষয়ে জানতে চাইলে তানহারুল ইসলাম বলেন, ‘এটি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আয়োজিত প্রশিক্ষণ। এখানে কোনো সামরিক উদ্দেশ্য ছিল না। শুধুমাত্র উদ্ধার প্রশিক্ষণ নেওয়ার বিষয় ছিল।’

প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারী এক ফায়ার সার্ভিস কর্মী বলেন, ‘আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখেছি—বিশেষ করে পানিতে আটকে পড়া মানুষকে নিরাপদে ও দ্রুত উদ্ধার করার পদ্ধতি।’

উল্লেখযোগ্য বিষয়:

  • প্রশিক্ষণ দিয়েছে মার্কিন সেনা ও বিমান বাহিনীর সদস্যরা
  • সহযোগিতায় ছিল ঢাকায় মার্কিন দূতাবাস
  • অংশ নিয়েছে কক্সবাজার ফায়ার সার্ভিসের ১৫ জন সদস্য
  • প্রশিক্ষণের বিষয় ছিল প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার কৌশল
  • বিতরণ করা হয়েছে অংশগ্রহণের সনদপত্র

এই প্রশিক্ষণ শেষ হলেও, তা দীর্ঘমেয়াদে দেশের উপকূলীয় অঞ্চলের দুর্যোগ প্রতিক্রিয়ায় ফায়ার সার্ভিসের দক্ষতা উন্নয়নে কার্যকর অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।