Home শিক্ষা মেধার ঝড় তকি: ময়মনসিংহ জিলা স্কুলের সেরা ছাত্রের অসাধারণ কৃতিত্ব

মেধার ঝড় তকি: ময়মনসিংহ জিলা স্কুলের সেরা ছাত্রের অসাধারণ কৃতিত্ব

ফারহান তানভীর তকি
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহ শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে মেধার নতুন অধ্যায় রচনা করেছে ফারহান তানভীর তকি। ১৩০০ নম্বরের মধ্যে ১২৫৯ নম্বর নিয়ে বোর্ড সেরা হয়েই গৌরবের শিখরে পৌঁছেছে এই মেধাবী ছাত্র।

তকি ময়মনসিংহ জিলা স্কুলের শিক্ষার্থী। ত্রিশাল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হলেও তার পৈতৃক নিবাস ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের টুক্কিরপাড় গ্রামে। তার বাবা সিদ্দিক মো. ইসমাঈল একজন ব্যবসায়ী এবং মা মোছা: ছালমা খাতুন গৃহিণী। তকি তাদের পরিবারের প্রথম সন্তান।

বিদ্যালয়ের সূত্র জানায়, ছোটবেলা থেকেই তকি পড়াশোনায় মনোযোগী ও দায়িত্বশীল ছিল। তার ধারাবাহিক অধ্যবসায় ও দৃঢ় মনোবল তাকে এই উজ্জ্বল ফলাফল অর্জনে সাহায্য করেছে।

ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম বলেন, “তকির এই সাফল্য আমাদের স্কুলের জন্য গর্বের। আশেপাশের স্কুলের ফলাফল যাচাই করে দেখা গেছে তকি বোর্ডে সর্বোচ্চ নম্বর অর্জন করেছে।”

তকির মা ছালমা খাতুন বললেন, “ছেলে ছোটবেলা থেকেই খুব মেধাবী ও পরিশ্রমী। তার এই অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের।”

নিজের প্রস্তুতি সম্পর্কে তকি বলেন, “নিয়মিত পড়াশোনা, সঠিক সময় ব্যবস্থাপনা এবং আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস থেকেই আমি এ অর্জন করেছি। ভবিষ্যতে বিজ্ঞান ও গবেষণার মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখতে চাই।”

শিক্ষকরা মনে করেন, তকির মতো মেধাবী শিক্ষার্থীরাই আমাদের জাতির ভবিষ্যৎ গড়ে তুলবে। তাদের অর্জন ও পরিশ্রম আগামী প্রজন্মের পথ প্রদর্শক হবে।