Home চট্টগ্রাম বৈষম্য দূরীকরণে সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান

বৈষম্য দূরীকরণে সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান

বক্তব্য রাখছেণ মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, ভোক্তা অধিকার সংরক্ষণে ক্যাব নিরলসভাবে সংগ্রাম করছে। মানুষের বৈষম্য দূরীকরণে ২০২৪ সালের ৫ আগস্ট তরুণ ও সাধারণ মানুষের আত্মাহুতি এখনও পুরোপুরি সফল হয়নি। বৈষম্য ও নানা অনিয়ম বিদ্যমান রয়েছে। এসব অনিয়ম দূরীকরণে ক্যাবের মতো সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হতে হবে এবং সরকার এসব সংগঠনকে সার্বিক সহযোগিতা প্রদান করবে। প্রয়োজনে আইনগত উদ্যোগও নেওয়া হবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) সকালে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে চট্টগ্রাম বিভাগে ক্যাবের ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রম শক্তিশালীকরণ বিষয়ে অনুষ্ঠিত বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান আলোচনায় এসব মন্তব্য করেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন। প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক সচিব এএইচ এম সফিকুজ্জমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন ও চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কামরুজ্জমান।

আলোচনায় অংশ নেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক ফয়েজউল্যাহ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারহান ইসলাম, বিএসটিআইয়ের সহকারী পরিচালক রিগ্যান বৈদ্য, কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মাহবুবুল হাসানসহ সরকারি সংস্থার প্রতিনিধি। সঞ্চালনা করেন ক্যাব বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী।

এ ছাড়া সভায় বক্তব্য রাখেন ক্যাব নোয়াখালীর সাধারণ সম্পাদক রুমানা ইসলাম, কুমিল্লার কাজী মাসুদ, ব্রাহ্মণবাড়িয়ার সৈয়দ শাহীন মুহাম্মদ, রাঙামাটির রানা মহসিন, যুব ক্যাব চট্টগ্রাম মহানগরের সভাপতি আবু হানিফ নোমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি রাব্বি তৌহিদ, কর্ণফুলী উপজেলা সাধারণ সম্পাদক সিদরাতুল মুনতাহা, ক্যাব মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু, যুগ্ম সম্পাদক মো. সেলিম জাহাঙ্গীর, বনফুলের জিএম আনামুল হক, ড্রিংকিং ওয়াটার ম্যানুফেকচার অ্যাসোসিয়েশনের সভাপতি ফয়সাল আবদুল্লাহ আদনান, সমাজকর্মী জুলকার নায়েন, ব্যবসায়ী আলমগীর কবির, উদ্যোক্তা জান্নাতুল ফেরদৌস, জানে আলম, শাহীন চৌধুরী, যুব ক্যাব সদস্য নাফিসা নবী, পুলক চন্দ প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দীন বলেন, আগামি প্রজন্মের জন্য মর্যাদাপূর্ণ সমাজ গড়ে তুলতে ক্যাবের আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে। সরকারের মন্দ কাজের সমালোচনা ও সঠিক পথে ফেরানো এবং ভালো কাজের সাথে একাত্ম হয়ে কাজ করার বিকল্প নেই।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক সচিব সফিকুজ্জমান বলেন, সরকারি দপ্তরগুলোর সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার জন্য ক্যাবের মতো প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা জরুরি। সরকার ও জনগণের মাঝে সেতুবন্ধন তৈরিতে ক্যাব দীর্ঘদিন কাজ করছে। তাই সরকারি চাকরি শেষে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে মানুষের কল্যাণে আরও অবদান রাখতে চাই।

মতবিনিময় সভায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা, মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও উপজেলা থেকে প্রায় ১৫০ জন প্রতিনিধি অংশ নেন।