Home ব্যাংক-বিমা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডি সাঈদ ওয়াসেক অপসারিত

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডি সাঈদ ওয়াসেক অপসারিত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: আর্থিক অনিয়ম ও অভ্যন্তরীণ দুর্নীতির অভিযোগের পর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাঈদ ওয়াসেক মো. আলীকে আনুষ্ঠানিকভাবে অপসারণ করেছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।

সোমবার (১৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পরপরই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকের চেয়ারম্যান বরাবর পাঠানো চিঠিতে তৎক্ষণাৎ সিদ্ধান্তটি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়।

এর আগে ৩ জুন ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। চিঠিতে আরও উল্লেখ করা হয়, অভ্যন্তরীণ নিরীক্ষায় সাঈদ ওয়াসেক মো. আলীর জড়িত থাকার প্রমাণ পাওয়া অনিয়ম ও ব্যবস্থাপনা ত্রুটির বিষয়গুলোতে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংককে গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানাতে হবে।

অন্যদিকে, অপসারিত এমডির স্থলে দ্রুত নতুন একজন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের সুপারিশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে সাঈদ ওয়াসেক মো. আলীকে সিটি ব্যাংক থেকে নেওয়া বিশাল অঙ্কের ঋণের অনিয়ম ও সালাম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল।