সরেজমিন অনুসন্ধানে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী মধ্যপ্রাচ্যে কর্মরত। তার অনুপস্থিতিতে স্থানীয় যুবক ফজর আলীর সঙ্গে গোপন সম্পর্ক গড়ে ওঠে। গত বৃহস্পতিবার রাতে সেই সূত্রে ফজর আলী ওই নারীর ঘরে প্রবেশ করেন। অভিযোগ রয়েছে, ছাত্রলীগ নেতা সুমন ও তার অনুসারীরা আগে থেকেই ওঁত পেতে ছিলেন। তারা ফজর আলীকে হাতেনাতে ধরার নামে তার উপর হামলা চালায় এবং পরে নারীকে বিবস্ত্র করে নির্যাতন করে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “ফজর আলী ও ওই নারীর সম্পর্ক পুরনো। কিন্তু যেভাবে ফাঁদ পেতে তাদের ধরার নামে ভিডিও ধারণ ও নির্যাতন করা হয়েছে, তা বর্বরতা ছাড়া কিছু নয়।” তিনি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল করিম আরও বিস্ফোরক তথ্য দেন—“ছাত্রলীগ নেতা সুমনের নেতৃত্বে ১০-১২ জন পরিকল্পিতভাবে এ কাজ করে। এটা ফিটিং কেস। এভাবে ভিডিও বানিয়ে মানুষকে জিম্মি করে তারা এলাকায় চাঁদাবাজি চালিয়ে আসছে।”
স্থানীয় বাসিন্দা আবুল কালাম বলেন, “সুমন ও তার দল বহুদিন ধরে এ ধরণের কাণ্ড ঘটিয়ে আসছে। তারা এলাকায় পরকীয়া ধরার নামে ফাঁদ পেতে মোটা অঙ্কের টাকা আদায় করে।”
এ প্রসঙ্গে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, “গ্রেফতারকৃতদের মধ্যে সুমনের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা যৌথভাবে এই নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করেছে বলে প্রমাণ মিলেছে। জিজ্ঞাসাবাদে আরও তথ্য বেরিয়ে আসছে।”
পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, “আমরা পাঁচজনকে গ্রেফতার করেছি। যারাই এ ঘটনায় জড়িত, কাউকে ছাড় দেওয়া হবে না। গোয়েন্দা ও তদন্ত টিম মাঠে কাজ করছে।”
ঘটনার আরেকটি দিক হচ্ছে, ভুক্তভোগী নারীর বিরুদ্ধে সামাজিকভাবে অপমানজনক আচরণ। যেহেতু পুরো ঘটনাটি একটি ফাঁদে ফেলে সংঘটিত, তাই নারী ও ফজর আলী উভয়ের সম্মতি ও অপরাধ বিচার প্রক্রিয়া যেন আইনসঙ্গতভাবে হয়, সেই দাবি উঠছে মানবাধিকারকর্মীদের পক্ষ থেকেও।
👉 আপনার মতামত জানান!
এই পৈশাচিক ঘটনার বিচার কি সুষ্ঠুভাবে হবে বলে আপনি মনে করেন? কমেন্ট করুন নিচে।
📢 প্রতিবাদ জানান!
এ ধরনের নির্যাতনের বিরুদ্ধে আপনার কণ্ঠস্বর তুলুন। প্রতিবেদনটি শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করুন।
🔁 শেয়ার করুন
একটি ‘ফিটিং কেস’ দিয়ে যেন আর কোনো নারী হেনস্তার শিকার না হয়—এ প্রতিবেদনটি এখনই আপনার টাইমলাইনে শেয়ার করুন।
👍 পছন্দ হলে লাইক দিন
আপনার একটি লাইক আমাদের অনুপ্রেরণা। সত্য প্রকাশে পাশে থাকুন।
📌 আরও আপডেট পেতে চোখ রাখুন
এ ঘটনার পরবর্তী অগ্রগতি ও পুলিশি তদন্তের ফল জানতে বিজনেসটুডে২৪.কম-এ যুক্ত থাকুন।