Home Third Lead ফিরল নেপালে আটকে পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দল

ফিরল নেপালে আটকে পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দল

সংগৃহীত ছবি
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: প্রীতি ম্যাচ খেলতে নেপালে গিয়ে রাজনৈতিক সহিংসতা ও আন্দোলনের কারণে কাঠমান্ডুতে তিন দিন আটকা পড়ার পর অবশেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৫ মিনিটে বিমানবাহিনীর সি-১৩০বি বিশেষ ফ্লাইটে কাঠমান্ডু থেকে যাত্রা করে দলটি। বিকেল ৪টা ৪৩ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর ফেসবুক পেজে ফুটবল দলের নিরাপদে অবতরণের ভিডিও প্রকাশ করা হয়।

এতে জানানো হয়, “বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটের মাধ্যমে নেপালে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে।”

ফুটবল দলের সঙ্গে ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরাও একই বিমানে ঢাকায় ফেরেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দলের সভাপতি তাবিথ আওয়াল এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।