Home আন্তর্জাতিক ফেসবুক প্রেম থেকে অনলাইন বিয়ে, শেষমেশ নিঃস্ব মুনির

ফেসবুক প্রেম থেকে অনলাইন বিয়ে, শেষমেশ নিঃস্ব মুনির

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক: অনুমতি না নিয়ে পাকিস্তানি তরুণীকে বিয়ে করায় চাকরি হারালেন জম্মু-কাশ্মীরের সিআরপিএফ কনস্টেবল মুনির আহমেদ খান। কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) শনিবার জানায়, জাতীয় নিরাপত্তা লঙ্ঘনের শাস্তি স্বরূপ তাঁকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে।

সূত্র জানায়, শিয়ালকোটের বাসিন্দা মিনাল খানের সঙ্গে ফেসবুকে পরিচয় হয়েছিল মুনিরের। প্রেম থেকে অনলাইন বিয়ে, তারপর গোপনে আশ্রয় পুরোটাই ঘটেছে বাহিনীর অনুমতি ছাড়াই। ২০২৩ সালে দফতরের কাছে বিয়ের অনুমতির আবেদন করেছিলেন মুনির, তবে সেটি চূড়ান্তভাবে গৃহীত হয়নি। ভিসা না মেলায় গত বছরের ২৪ মে অনলাইনেই বিয়ে সারেন এই দম্পতি।

এদিকে, গত মার্চে স্বল্পমেয়াদী ভিসা নিয়ে অবশেষে কাশ্মীরে আসেন মিনাল। তাঁর ভিসার মেয়াদ ২২ মার্চ শেষ হলেও, তিনি থেকে যান শ্বশুরবাড়িতে। এমন অবস্থায় ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর মোদি সরকার সমস্ত পাকিস্তানি নাগরিককে দেশ ছাড়ার নির্দেশ দেয়। মিনালও সেই নির্দেশের আওতায় পড়ে যান।

তবে নাটকীয় মোড় নেয় ৩০ এপ্রিল। আটারি সীমান্তে দেশ ছাড়ার আগে হাইকোর্ট থেকে স্থগিতাদেশের খবর পান মিনালের আইনজীবীর কাছ থেকে। ফলে তাঁকে আপাতত ফিরে যেতে হয়নি। ঠিক সেই সময়েই বিষয়টি নতুন করে গুরুত্বের সঙ্গে দেখে সিআরপিএফ। বাহিনী জানায়, শুধু অনুমতি ছাড়া বিয়ে নয়, বরং একজন পাকিস্তানি নাগরিককে ভিসার মেয়াদ পেরিয়েও আশ্রয় দিয়ে মুনির আহমেদ খান বাহিনীর নীতিমালা ও নিরাপত্তা নির্দেশিকা লঙ্ঘন করেছেন।

সিআরপিএফের বিবৃতিতে বলা হয় “এই ঘটনা গুরুতর উদ্বেগের বিষয়। বাহিনীর সম্মান, নিরাপত্তা ও নিয়ম-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের আচরণ বরদাস্ত করা যায় না। তাই ৪১ ব্যাটালিয়নের কনস্টেবল মুনির আহমেদ খানকে অবিলম্বে বরখাস্ত করা হয়েছে।”

চাকরি হারানোর বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি মুনির। তবে এই ঘটনা কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কঠোর নীতির দিকটি ফের একবার সামনে আনল।