Home সারাদেশ ফেসবুক প্রেমে প্রতারণা : দম্পতিকে কুপিয়ে হত্যা

ফেসবুক প্রেমে প্রতারণা : দম্পতিকে কুপিয়ে হত্যা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় ঘটে গেল এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড যার পেছনে রয়েছে প্রতারণা, প্রেম ও প্রতিশোধের রক্তাক্ত কাহিনি। বুধবার  বেলা দেড়টার দিকে মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটে এক দম্পতিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকেই ঘাতককে গ্রেপ্তার করেছে।

নিহতরা হলেন দোলনা আক্তার দোলা (২৯) এবং তাঁর স্বামী নাজমুল হাসান পাপ্পু (৩৬)। হত্যার পর গ্রেপ্তার হওয়া যুবকের নাম গাউস মিয়া (৩২)। তাঁর বাড়ি গোপালগঞ্জ জেলায় এবং তিনি সদ্য সৌদি আরব থেকে দেশে ফিরে এসেছেন।

পল্লবী জোনের অতিরিক্ত উপকমিশনার সালেহ মুহম্মদ জাকারিয়া জানান, দোলা উত্তরা ইউনিভার্সিটিতে এলএলএম পড়ছিলেন এবং মিরপুরে সাবলেট ফ্ল্যাটে থাকতেন। তাঁর স্বামী পাপ্পু বরগুনার একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন এবং মাঝে মাঝে ঢাকায় স্ত্রীর কাছে আসতেন। দুই দিন আগে তিনি বরগুনা থেকে ঢাকায় আসেন।

গ্রেপ্তার গাউস

ঘাতক গাউস মিয়ার সঙ্গে দোলার পরিচয় হয়েছিল ফেসবুকে, সেখান থেকেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দোলার বিয়ে হয়েছে, তা তিনি আগে জানতেন না। ঘটনার দিন সকালে একটি খাবার হোটেলে দোলা ও তাঁর স্বামীকে একসঙ্গে দেখে তিনি বিষয়টি বুঝতে পারেন। এরপর উত্তেজনায় ফেটে পড়ে গাউস।

রাগের বশে তিনি বাসায় ফিরে দুটি ছুরি নিয়ে আবার দোলার বাসায় প্রবেশ করেন এবং মুহূর্তের মধ্যেই পাপ্পু ও দোলাকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর ঘাতক গাউসকে এলাকাবাসী আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদেই তিনি হত্যার দায় স্বীকার করেছেন এবং জানিয়েছেন, দোলার বিয়ের কথা জেনে প্রতারিত মনে করেই তিনি খুনের সিদ্ধান্ত নেন।

ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীদের ভাষ্য, দোলা ছিলেন মেধাবী ও শান্ত স্বভাবের, পাপ্পুও খুব ভদ্র একজন মানুষ ছিলেন।

পুলিশ বলছে, প্রেমের জালে আটকে এমন হত্যাকাণ্ড উদ্বেগজনক সামাজিক ইঙ্গিত বহন করে, যেখানে ভার্চুয়াল সম্পর্ক বাস্তবতাকে ছাপিয়ে প্রাণনাশের রূপ নিচ্ছে।