Home সারাদেশ ফেসবুক প্রেমের ফাঁদে অপহরণ, দুই প্রতারক গ্রেপ্তার

ফেসবুক প্রেমের ফাঁদে অপহরণ, দুই প্রতারক গ্রেপ্তার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, নারায়ণগঞ্জ: ফেসবুকে বন্ধুত্ব গড়ে তুলে নারায়ণগঞ্জের ফতুল্লায় ডেকে এনে অপহরণ করা হয় এক কলেজছাত্রকে। মুক্তিপণ হিসেবে দাবি করা হয় ৫ লাখ টাকা। তবে বুদ্ধিমত্তার সঙ্গে পুলিশের হস্তক্ষেপে উদ্ধার হন ভুক্তভোগী, গ্রেপ্তার হয় ব্লাকমেইলিং চক্রের দুই সদস্য।

ভুক্তভোগী ছাত্রের নাম আল আমিন (২২)। তিনি ঢাকার পোস্তগোলা রাজাবাড়ী এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার (১ মে) রাতে ফতুল্লার লালখাঁ এলাকার পিটিআই ভবনের সামনে একটি টিনের ঘর থেকে তাকে উদ্ধার করে পুলিশ। এ সময় আটক করা হয় চক্রের সদস্য মোস্তফা (৩৫) ও আল আমিন (২৮)। পলাতক রয়েছে চক্রের মূলহোতা মিঠু (৩৮), তার সহযোগী নিঝুম (২০) এবং দিপা মন্ডল।

জানা গেছে, নিঝুম নামের এক তরুণীর সঙ্গে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে আল আমিনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। নিঝুমের আমন্ত্রণে বৃহস্পতিবার তিনি ঢাকার বাসা থেকে ফতুল্লায় আসেন। সেখানে আগে থেকেই ওঁত পেতে থাকা চক্রটি তাকে অপহরণ করে একটি টিনের ঘরে আটকে রাখে এবং পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

চতুরতার সঙ্গে আল আমিন বাথরুমে যাওয়ার অজুহাতে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান। এরপর মুক্তিপণের অর্থ সংগ্রহের নাটক করে পুলিশ অপহরণকারীদের ফাঁদে ফেলে। চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। তবে বাকি তিনজন এখনো পলাতক।

এ ঘটনায় আল আমিনের বড় ভাই ইসমাঈল মোল্লা ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, “আমরা চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছি। মূলহোতা মিঠুসহ অন্যদের ধরতে অভিযান চলছে।”