বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সিলেট: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, দেশের পিছিয়ে পড়া ৪ কোটি পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করার পরিকল্পনা করছে তাঁর দল। এই কার্ডের সুবিধা মূলত পরিবারের প্রধান নারীর হাতে তুলে দেওয়া হবে, যাতে তাঁরা মানসিকভাবে শক্তিশালী ও স্বাবলম্বী হয়ে উঠতে পারেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেটের একটি পাঁচ তারকা হোটেলের কনফারেন্স রুমে তরুণ প্রজন্মের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় তারেক রহমান তরুণদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন এবং তাঁর দলের আগামীর রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
নারীর ক্ষমতায়ন ও ফ্যামিলি কার্ড
তারেক রহমান বলেন, “আমরা ফ্যামিলি কার্ডের সুবিধাটি মূলত পরিবারের প্রধান নারীর হাতে দিতে চাই। গবেষণা বলে, নারীর হাতে সম্পদ থাকলে তাঁরা তা সন্তানদের শিক্ষা, স্বাস্থ্য এবং ছোটখাটো উদ্যোগে (যেমন—হাঁস-মুরগি পালন বা সেলাই মেশিন) বিনিয়োগ করেন। এটি শুধু নারীর মর্যাদাই বাড়াবে না, বরং তাঁদের আত্মবিশ্বাসও বৃদ্ধি করবে।”
তিনি উল্লেখ করেন, এই কার্ডের মাধ্যমে মাসে ২ হাজার থেকে আড়াই হাজার টাকা নগদ অর্থ অথবা চাল, ডাল ও তেলের মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য সরবরাহ করা হবে।
দক্ষ জনশক্তি ও আন্তর্জাতিক শ্রমবাজার
দেশের বেকার সমস্যা সমাধানে কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বিএনপি চেয়ারম্যান বলেন, প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় ১০ লাখ মানুষ বিদেশে যান, যার মধ্যে বড় একটি অংশই অদক্ষ।
এই অদক্ষতাকে দক্ষতায় রূপান্তর করতে ভোকেশনাল ও টেকনিক্যাল ইনস্টিটিউটগুলোকে আধুনিকায়ন করার প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি বলেন, “কেউ যদি কৃষিতে পড়াশোনা করেও ইলেকট্রনিক্সে আগ্রহী হয়, তবে আমরা তাকে সেই স্কিল এবং সংশ্লিষ্ট দেশের ভাষা শেখাব। উদাহরণস্বরূপ, জাপানে বয়স্ক মানুষের সংখ্যা বেশি হওয়ায় সেখানে দক্ষ তরুণদের বিশাল চাহিদা রয়েছে।
আমরা আগামী ৫-১০ বছরের বৈশ্বিক চাহিদা বিশ্লেষণ করে তরুণদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলব।”
সিলেটের এই মতবিনিময় সভায় স্থানীয় তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।