Home চট্টগ্রাম বাফার কোটি টাকার তহবিল কেলেঙ্কারি: পরিচালনা পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ

বাফার কোটি টাকার তহবিল কেলেঙ্কারি: পরিচালনা পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স এসোসিয়েশন (বাফা)–এর বর্তমান পরিচালনা পর্ষদ কোটি টাকার তহবিল গোপনে নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করে আত্মসাৎ করেছে—এমন বিস্ফোরক অভিযোগের প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় পর্ষদটি বাতিল করে দিয়েছে। পাশাপাশি একটি প্রশাসক নিয়োগ দিয়ে আগামী ১২০ দিনের মধ্যে নতুন নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের জারি করা অফিস আদেশে বলা হয়েছে, কোভিড প্রণোদনার নামে পরিচালনা পর্ষদ সাধারণ সদস্যদের অজ্ঞাতে সংগঠনের তহবিল থেকে এক কোটিরও বেশি টাকা নিজেদের মধ্যে বণ্টন করে নেয়। এই অর্থ ব্যয়ের অনুমোদন বা হিসাব কোনোটাই সদস্যদের সামনে উপস্থাপন করা হয়নি। এ ঘটনায় বাফাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলেও সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হয় তারা।

বাণিজ্য সংগঠন আইন ২০২২-এর ১৭(১) ধারা অনুযায়ী, বাফার বর্তমান নেতৃত্ব ব্যবসায়িক স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে এবং সাংগঠনিক কার্যক্রমে অস্বচ্ছতা সৃষ্টি করেছে বলে অভিহিত করা হয়।

এই পরিস্থিতিতে বাণিজ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে বাফার বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করে এবং মন্ত্রণালয়ের উপ-সচিব মিজ নাসরিন সুলতানাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। অফিস আদেশে বলা হয়েছে, তিনি ১২০ দিনের মধ্যে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করবেন।

এই ঘটনার পর বাফার সাধারণ সদস্যদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনেকেই মনে করছেন, দীর্ঘদিন ধরে সংগঠনের অভ্যন্তরে যে অস্বচ্ছতা ও পক্ষপাতিত্ব চলছিল, তা এবার প্রকাশ্যে এসেছে।

বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন (বাফা) বাংলাদেশের ফ্রেইট ফরওয়ার্ডিং খাতের জাতীয় বাণিজ্য সংগঠন, যা ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট মাল পরিবহন, কাস্টমস ব্রোকারেজ, গুদামজাতকরণ, ডকুমেন্টেশন, মালবাহী জাহাজ বুকিং, এবং মাল্টিমোডাল লজিস্টিকস সেবার সঙ্গে জড়িত সদস্যদের স্বার্থ সংরক্ষণ ও উন্নয়নে কাজ করে থাকে

আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন এবং একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। আরো এমন প্রতিবেদন পেতে চোখ রাখুন বিজনেসটুডে২৪-এর পাতায়। ✅📢