Home আকাশ পথ ফ্লাইনাসের বহরে যুক্ত হচ্ছে ২৮০ উড়োজাহাজ

ফ্লাইনাসের বহরে যুক্ত হচ্ছে ২৮০ উড়োজাহাজ

এভিয়েশন ডেস্ক: সৌদি আরবের স্বল্পমূল্যের বিমান সংস্থা ফ্লাইনাস তাদের চারটি প্রধান কেন্দ্র রিয়াদ, জেদ্দা, মদিনা ও দাম্মামে কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে বিশাল উড়োজাহাজ ক্রয় পরিকল্পনা হাতে নিয়েছে। কোম্পানির মুখপাত্র ওয়ালিদ আহমেদ জানিয়েছেন, ফ্লাইনাস বর্তমানে সৌদি আরবের মধ্যে সর্ববৃহৎ এবং মধ্যপ্রাচ্যের অন্যতম বড় উড়োজাহাজ অর্ডার দিয়েছে।

এই পরিকল্পনার আওতায় সংস্থাটি মোট ২৮০টি উড়োজাহাজ ক্রয়ের চুক্তি সম্পন্ন করেছে। এসব উড়োজাহাজ ধাপে ধাপে তাদের বহরে যুক্ত হবে। এর মধ্যে ২০২৪ সালের জুলাই মাসে এয়ারবাসের সঙ্গে স্বাক্ষরিত একটি বৃহৎ চুক্তির আওতায় ১৬০টি উড়োজাহাজ অন্তর্ভুক্ত রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ৩০টি প্রশস্ত দেহের এ৩৩০নিও মডেল এবং ১৩০টি একক আসনের এ৩২০নিও, এ৩২১নিও ও এ৩২১এলআর সিরিজের বিমান।

বিগত এক বছরে ফ্লাইনাসের যাত্রী পরিবহনে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। ২০২৩ সালে প্রায় ১ কোটি ১০ লাখ যাত্রী পরিবহনের পর ২০২৪ সালে এই সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৪৭ লাখেরও বেশি। এ প্রবৃদ্ধি সৌদি আরবের জাতীয় লক্ষ্য ভিশন ২০৩০-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সেই পরিকল্পনায় ২০৩০ সালের মধ্যে মোট যাত্রী সংখ্যা ৩৩ কোটিতে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৫ কোটির বেশি আন্তর্জাতিক যাত্রী আকর্ষণের লক্ষ্যমাত্রা।

ওয়ালিদ আহমেদ বলেন, এই যাত্রীর সংখ্যা এবং বহর সম্প্রসারণ আমাদের কৌশলগত অগ্রগতিরই প্রমাণ। এর মাধ্যমে আমরা সৌদি আরবকে একটি বৈশ্বিক পরিবহন ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করছি।

এবারের গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুমে ফ্লাইনাস চারটি নতুন আন্তর্জাতিক গন্তব্য যুক্ত করেছে। এগুলো হচ্ছে পোল্যান্ডের ক্রাকোভ, সুইজারল্যান্ডের জেনেভা, ইতালির মিলান এবং তুরস্কের রিজে। পাশাপাশি তাদের প্রচলিত রুটগুলোর কার্যক্রমও চালু থাকবে।

গত সপ্তাহে ফ্লাইনাস সফলভাবে প্রাথমিক শেয়ারবাজারে প্রবেশ করেছে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারিত হয়েছে ৮০ সৌদি রিয়াল, যা নির্ধারিত দামের সর্বোচ্চ সীমা। এর ফলে কোম্পানিটির বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১৩ দশমিক ৬ বিলিয়ন সৌদি রিয়াল। গত মাসে তারা ঘোষণা দিয়েছিল যে কোম্পানির মোট শেয়ারের ৩০ শতাংশ বাজারে ছাড়া হবে। এর মধ্য দিয়ে ফ্লাইনাস সৌদি আরবের প্রথম বিমান সংস্থা হিসেবে শেয়ারবাজারে তালিকাভুক্ত হলো এবং উপসাগরীয় অঞ্চলে প্রায় দুই দশক পর কোনো বিমান সংস্থার প্রাথমিক শেয়ার ছাড় হলো।

ফ্লাইনাস সম্প্রতি ২০২৫ সালের চতুর্থ এ৩২০নিও উড়োজাহাজ গ্রহণ করেছে। বর্তমানে তাদের বহরে রয়েছে মোট ৬৩টি উড়োজাহাজ। এর মধ্যে রয়েছে ৫৭টি এ৩২০নিও, ৪টি এ৩২০সিও এবং ২টি প্রশস্ত দেহের এ৩৩০নিও। সবকটি উড়োজাহাজই এয়ারবাসের তৈরি।