Home আন্তর্জাতিক ফ্লোটিলা স্বেচ্ছাসেবীদের নিরাপত্তায় মালয়েশিয়ায় যুক্তরাষ্ট্র দূতাবাসে স্মারকলিপি

ফ্লোটিলা স্বেচ্ছাসেবীদের নিরাপত্তায় মালয়েশিয়ায় যুক্তরাষ্ট্র দূতাবাসে স্মারকলিপি

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে প্যালেস্টাইন ইস্যুতে তিনটি দাবিসহ একটি স্মারকলিপি পেশ করা হয়েছে। এটি কেবল রাস্তায় বিক্ষোভ সীমিত নয়; আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর চাপ সৃষ্টি করে ২৩ জন মালয়েশিয়ান ফ্লোটিলা স্বেচ্ছাসেবীর নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা হিসেবে ধরা হচ্ছে।

স্মারকলিপি হস্তান্তর করেন PKR যুব প্রধান মুহাম্মদ কামিল আবদুল মুনিম ও PKR আন্তর্জাতিক ব্যুরোর চেয়ারম্যান ড. মাসজলী মালিক। মুহাম্মদ কামিল বলেন, “দূতাবাস দাবিসমূহ শোনার পাশাপাশি গ্লোবাল সমুদ ফ্লোটিলা (GSF) স্বেচ্ছাসেবীদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে এবং তাদের নিরাপদ প্রত্যাবর্তনে সহায়তার অঙ্গীকার করেছে।”

তিনি আরও জানান, বৃহস্পতিবার থেকে তুরস্ক ও কাতারের নেতাদের সঙ্গে সমন্বয় করে স্বেচ্ছাসেবীদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করার উদ্যোগ শুরু হয়েছে।

এর আগে, ফ্রি সমুদ ফ্লোটিলা সলিডারিটি র‍্যালিতে হাজারো মানুষ জুমার নামাজের পর তাবুং হাজি ভবন থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস পর্যন্ত মিছিল করেছে। তারা পতাকা ও ব্যানার বহন করে গাজার অবরোধ সমাপ্তির দাবি জানিয়েছে।

সাবাহ, পahang, পেরাক ও মেলাকা সহ বিভিন্ন প্রদেশে বিশেষ প্রার্থনা ও সমর্থন প্রর্দশন লক্ষ্য করা গেছে।

সাবাহ (কোটা কিনাবালু স্টেট মসজিদ): ৩০০ এর বেশি মানুষ, ২০টিরও বেশি এনজিও অংশগ্রহণ।

পাহাং (কুয়ান্টান সুলতান আহমাদ ১ স্টেট মসজিদ): প্রায় ২,০০০ জন অংশগ্রহণ।

পেরাক (ইপোর সুলতান ইদ্রিস শাহ II মসজিদ): ৫০০-এর বেশি মানুষ প্রার্থনা করেছেন।

সাবাহ আঙ্গকাতান বেলিয়া ইসলাম মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ জিকরি জাইনুদ্দিন বলেন, “সমাবেশের মূল বার্তা হলো গাজায় মানবিক সাহায্য অবিলম্বে পৌঁছে দিতে হবে।”
সাবাহ রাইটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আওয়াং আবদুল মুইজ আওয়াং মারুসিন বলেন, “গাজা শুধু ধর্ম বা জাতি নয়, এটি একটি বিশ্বব্যাপী মানবিক সংকট।”

অংশগ্রহণকারী আদম মাজ ইস্কান্দার শামসুদ্দিন (২১) স্বেচ্ছাসেবীদের প্রস্তুতি এবং মানবিক উদ্যোগকে অসাধারণ হিসেবে বর্ণনা করেছেন।

গত বৃহস্পতিবার, সুমুদ নুসান্তারা কমান্ড সেন্টারের মহাপরিচালক ডাটুক ড. সানি আরাবি আবদুল আলিম নিশ্চিত করেছেন যে, ২৩ জন মালয়েশিয়ান স্বেচ্ছাসেবী ইসরায়েলি বাহিনী দ্বারা আটক রয়েছে। তাদের মধ্যে আছেন গায়ক হেলিজা হেলমি, নূর হাজওয়ানি আফিকাহ, নূরফারাহিন রোমলি, দ্যানিশ নাজরান মুরাদ, গায়ক জিজি কিরানা, মুসা নূওয়ায়রি, ইলিয়া বালকিস, সুল আদিল, হাইকাল আবদুল্লাহ, মুয়াজ জাইনাল, জুলফাধলি খিদুদ্দিন ও রুসদী রামলি।

GSF মিশনে ৪৪টি দেশের ৫০০-এর বেশি স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেছেন। আন্তর্জাতিক ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন ক্লাইমেট অ্যাকটিভিস্ট গ্রেটা থানবার্গ, হলিউড অভিনেত্রী স্যুসান সার্যান্ডন এবং নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডলা ম্যান্ডেলা। এই মানবিক মিশন গাজার প্রতি সংহতি ও ইসরায়েলের অবরোধ ভাঙার প্রচেষ্টা হিসেবে বিশেষ তাৎপর্য বহন করছে।