বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা
বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী এবং কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নাসরিন সিদ্দিকী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২২ মে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাঁকে রাজধানীর নিউরো সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখানে নিউরো নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। ২৪ মে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়, তবে এরপর থেকে তিনি অচেতন অবস্থায় লাইফ সাপোর্টে ছিলেন। অবশেষে শনিবার রাত ১১টায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্বামী কাদের সিদ্দিকীসহ নিকট আত্মীয়রা তাঁর পাশে ছিলেন।
মৃত্যুর পরপরই তাঁর মরদেহ টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাসভবন ‘সোনার বাংলা’য় আনা হয়। রোববার দুপুরে মরদেহ নেওয়া হবে আকুরটাকুরপাড়ার পৈতৃক বাড়ি ‘সিদ্দিকী কটেজ’-এ। সেখানে জোহরের নামাজের পর পিটিআই স্কুল মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামে আসরের নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।
নাসরিন সিদ্দিকী টাঙ্গাইলের কুমুদিনী কলেজের সাবেক অধ্যক্ষ নার্গিস হামিদ কোরেশীর কন্যা। জীবনের নানা পর্যায়ে তিনি নীরবে শক্তিশালী সঙ্গী হয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকীর রাজনৈতিক ও পারিবারিক জীবনে সহচর হিসেবে পাশে ছিলেন। দলীয় কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন।
তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। কৃষক শ্রমিক জনতা লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
দলীয় সূত্রে জানানো হয়েছে, জানাজা ও দাফনের বিষয়ে বিস্তারিত কর্মসূচি পরে জানানো হবে।