Home Third Lead বন্দর অবরোধে অনড় স্কপ: রক্ষা পরিষদের কর্মসূচি প্রত্যাহার

বন্দর অবরোধে অনড় স্কপ: রক্ষা পরিষদের কর্মসূচি প্রত্যাহার

বন্দর রক্ষা পরিষদ এবং স্কপ নেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্য (প্রকৌশল) কমোডর কাওছার রশিদ।---ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: বিদেশি প্রতিষ্ঠানের কাছে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ইজারা দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে ডাকা অবরোধ কর্মসূচি নিয়ে দুই মেরুতে অবস্থান নিয়েছে আন্দোলনরত দুটি সংগঠন। সোমবার (২৪ নভেম্বর) বন্দর কর্তৃপক্ষের সঙ্গে পৃথক বৈঠকের পর ‘চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ’ তাদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিলেও ‘শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)’ তাদের পূর্বঘোষিত অবরোধ কর্মসূচিতে অনড় রয়েছে।

ফলে আগামী বুধবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম বন্দরের প্রবেশমুখে সর্বাত্মক অবরোধ কর্মসূচির শঙ্কা এখনো কাটেনি।

কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক ও দুই ভিন্ন সিদ্ধান্ত
সোমবার দুপুরে বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্য (প্রকৌশল) কমোডর কাওছার রশিদের সঙ্গে প্রথমে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ’ এবং পরে ‘স্কপ’ নেতারা আলাদা বৈঠক করেন।

বৈঠক শেষে স্কপ নেতারা জানান, আলোচনায় ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত না আসায় তারা আন্দোলন চালিয়ে যাবেন। অন্যদিকে, বন্দর কর্তৃপক্ষের মৌখিক আশ্বাসে সন্তুষ্ট হয়ে সোমবার সন্ধ্যায় ডাকা অবরোধ কর্মসূচি স্থগিত করেছে বন্দর রক্ষা পরিষদ।

স্কপ নেতাদের বক্তব্য ও অবরোধ পরিকল্পনা
বৈঠকে স্কপের পক্ষে নেতৃত্ব দেন টিইউসি নেতা ও শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত। তিনি জানান, বন্দর কর্তৃপক্ষ নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার বিষয়টিকে ‘আগের সরকারের সিদ্ধান্ত’ এবং ‘ধারাবাহিকতা রক্ষা’ বলে অভিহিত করেছেন।

তপন দত্ত বলেন, ‘আমরা কর্তৃপক্ষের কাছে লিখিত চেয়েছি যে, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি করা হবে না এবং এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়া হবে না। কিন্তু তারা এতে সম্মত হননি। এনসিটির বিষয়ে ২৬ তারিখের আদালতের রায় আমাদের পক্ষে যাবে বলে তারা দাবি করলেও, আমরা তা নিশ্চিত মনে করছি না। লালদিয়ার চর ও পানগাঁও নিয়েও তারা স্পষ্ট কোনো জবাব দেননি।’

তিনি আরও জানান, যেহেতু বৈঠকে সুনির্দিষ্ট কোনো সমাধান আসেনি, তাই আগামী বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পূর্বঘোষিত অবরোধ কর্মসূচি পালন করা হবে। তবে স্থান পরিবর্তন করে আগ্রাবাদের বদলে হালিশহর টোল প্লাজার প্রবেশমুখ, বড়পোল ও মাইলের মাথায় অবরোধ কর্মসূচি পালিত হবে। এতে বামপন্থী সংগঠন, নাগরিক সমাজ, ছাত্র-জনতা ও পেশাজীবীরাও যোগ দেবেন।

রক্ষা পরিষদের কর্মসূচি প্রত্যাহার
অন্যদিকে, চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের আহ্বায়ক হাসান মারুফ রুমী বলেন, ‘কর্তৃপক্ষ আমাদের নিশ্চিত করেছেন যে, আপাতত এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার প্রক্রিয়ায় তারা যাচ্ছে না। এই আশ্বাসের ভিত্তিতে আমরা সোমবারের অবরোধ কর্মসূচি স্থগিত করেছি।’

উল্লেখ্য, গত শনিবার (২২ নভেম্বর) এক শ্রমিক কনভেনশন থেকে বিদেশি কোম্পানিকে বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে এই কঠোর কর্মসূচির ডাক দিয়েছিল স্কপ।