Home সারাদেশ রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে দুই নারী নিহত

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে দুই নারী নিহত

ছবি এ আই

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, রাঙামাটি:  কাপ্তাই-আসামবস্তী সড়কের কামিলাছড়ি বিট এলাকায় রোববার (১৬ নভেম্বর) বিকেলে বন্যহাতির আক্রমণে দুই নারী নিহত হয়েছেন। নিহতরা হলেন: মগবান গোলাছড়ি এলাকার ঝর্ণা চাকমা (৭০) এবং জীপতলী বড়াদম এলাকার সুবিতা চাকমা (৬০)।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বিকেল নাগাদ বন্যহাতির একটি দল ছড়াপাড়া মোড় এলাকা দিয়ে যাওয়ার সময় একটি যাত্রীবিহীন সিএনজি অটোরিকশায় আক্রমণ করে। পরে কামিলাছড়ি ১ নম্বর রোড এলাকায় অপর একটি সিএনজিতে হাতি আক্রমণ করলে দুইজন নারী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে ঝর্ণা চাকমা তাৎক্ষণিকভাবে মারা যান। গুরুতর আহত সুবিতা চাকমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়, সেখানে রাত ১০টার দিকে তারও মৃত্যু হয়।

এই ঘটনায় দুটি সিএনজি অটোরিকশা ও একটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়েছে।

কাপ্তাই বনবিভাগের রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন জানান, সকাল থেকেই সড়কে বন্যহাতির উপস্থিতি শনাক্ত করা যায়। বনবিভাগের সদস্য, হাতি রেসপন্স টিম ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় হাতিদের সরিয়ে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করা হয়। তিনি জানান, ক্ষতিগ্রস্ত যানবাহন ও ব্যক্তিদের সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

জীবতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুদত্ত চাকমা জানান, ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমেছে।