Home কক্সবাজার চকরিয়ায় চুরি করতে গিয়ে পুলিশের স্ত্রীর ওপর বর্বরতা

চকরিয়ায় চুরি করতে গিয়ে পুলিশের স্ত্রীর ওপর বর্বরতা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কক্সবাজার:  চকরিয়ায় ভয়াবহ এক অপরাধের ঘটনা ঘটেছে। চুরি করতে গিয়ে এক দুর্বৃত্ত পুলিশ সদস্যের স্ত্রীকে রান্নাঘরে নিয়ে রামদা দেখিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভুক্তভোগীর স্বামী থানায় মামলা দায়ের করলে ঘটনাটি প্রকাশ্যে আসে।

পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এক কনস্টেবল চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করছেন। ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন। তার স্ত্রী ও দুই শিশু সন্তান বাসায় অবস্থান করছিলেন।

মামলার এজাহার অনুযায়ী, সোমবার দিবাগত রাত তিনটার দিকে এক অজ্ঞাতনামা যুবক রান্নাঘরের জানালা দিয়ে কৌশলে ঘরে প্রবেশ করে। তার হাতে ছিল রামদা ও টর্চলাইট। প্রথমে গৃহবধূকে ভয় দেখিয়ে দুটি মোবাইল ফোন ও নগদ আড়াই হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে রান্নাঘরে নিয়ে গিয়ে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তাকে ধর্ষণ করে।

এ সময় আতঙ্কে দুই শিশুসন্তান কেঁদে ওঠে। দুর্বৃত্ত চলে যাওয়ার পর তাদের কান্না শুনে আশপাশের ভাড়াটিয়ারা ছুটে আসে। খবর পেয়ে রাতেই স্বামী বাড়িতে ফিরে আসেন এবং পরদিন সকালে চকরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা দায়ের করেন।

ঘটনার বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “চুরি করতে এসে পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে একটি মামলা হয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।”

স্থানীয়রা এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত অপরাধীর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।