Home বিনোদন তিন খানের আড্ডা রিয়াদে: বন্ধুত্ব, পরিবার আর বলিউডের গল্পে জমজমাট সন্ধ্যা

তিন খানের আড্ডা রিয়াদে: বন্ধুত্ব, পরিবার আর বলিউডের গল্পে জমজমাট সন্ধ্যা

বিনোদন ডেস্ক: রিয়াদের জয় ফোরাম ইভেন্টে একই মঞ্চে দেখা গেল বলিউডের তিন খান—শাহরুখ খান, সালমান খান ও আমির খানকে। তিন দশকের বন্ধুত্ব, ক্যারিয়ার আর সিনেমা নিয়ে প্রাণবন্ত আড্ডায় মেতে ওঠেন তাঁরা। এই অনুষ্ঠানে সালমান খান বিশেষভাবে প্রশংসা করেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচালনায় নির্মিত ওয়েব সিরিজ The Ba**ds of Bollywood*–এর।

ইভেন্টের এক মুহূর্তে সালমান বলেন, “আরিয়ান একটা ওয়েব শো বানিয়েছে, The Ba**ds of Bollywood*। দারুণ করেছে ও! ওর বেড়ে ওঠাটাও বাবার মতোই। আমি বরং চাইতাম ও ক্যামেরার সামনে আসুক। আর আমি আগেই বলেছি, শাহরুখের একমাত্র খুশি হবে যদি আরিয়ান ওর জায়গা নেয়।”

এ সময় শাহরুখ খান হেসে জবাব দেন, “অথবা যদি সালমানের কোনো ছেলে হয়, আমি চাইব সে যেন ইতিহাসের সবচেয়ে বড় তারকা হয়! আমরা সেটার জন্য কাজ করছি।” এরপর তিনি যোগ করেন, “আজকালকার ছেলেমেয়েরা ভিডিও-লিটারেট হয়ে গেছে, যা আরিয়ানের কাজেও অনেক সহায়তা করেছে।”

The Ba**ds of Bollywood*: বলিউডের ভেতরের গল্প

আরিয়ান খানের পরিচালিত এই ওয়েব সিরিজটি হিন্দি চলচ্চিত্র জগতের ক্ষমতার দ্বন্দ্ব ও বাইরের মানুষদের টিকে থাকার সংগ্রামকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেছে। এতে অভিনয় করেছেন লক্ষ্য, সাহের বাম্বা, অন্যা সিং, রাঘব জুয়াল, ববি দেওল, মোনা সিং ও মনোজ পাহওয়া। সিরিজটি মুক্তির পর সমালোচক ও দর্শক—দু’পক্ষের কাছ থেকেই প্রশংসা পেয়েছে। বিশেষ করে এর চিত্রনাট্য, অভিনয় এবং আকস্মিক ক্যামিও উপস্থিতির জন্য শোটি আলোচিত হয়।

নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত The Ba**ds of Bollywood*–এর মাধ্যমে আরিয়ান খান বলিউডে তার পরিচালনাগত প্রতিভার পরিচয় দিয়েছেন, যা ইতিমধ্যেই শিল্পমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।