বলিউডের অন্ধকার পাতা
বিনোদন ডেস্ক: বলিউডের প্রেমগল্পগুলো কখনো রূপকথার মতো, আবার কখনো রূপ নেয় ভয়ানক ট্র্যাজেডিতে। সিলভার স্ক্রিনে প্রেম যেমন নায়কদের চোখে ঝিলিক তোলে, বাস্তব জীবনে ঠিক তেমনই ভাঙন, প্রতারণা, হিংসা আর আদালতের ঝড় ঘনিয়ে আসে। কেউ কাউকে জনসমক্ষে দোষারোপ করেন, কেউ আবার বছর ধরে টানাপড়েনের পর চুপিসারে বিচ্ছেদে মোহভঙ্গ করেন।
১. হৃত্বিক রোশন ও কঙ্গনা রানাউত: ভালোবাসা থেকে যুদ্ধক্ষেত্র
একসময় গুঞ্জন ছিল—হৃত্বিক ও কঙ্গনা ছিলেন একে অপরের প্রেমিক। কিন্তু পরে কঙ্গনা অভিযোগ করেন, হৃত্বিক তাঁকে “প্রেমের প্রতিশ্রুতি” দিয়ে প্রতারণা করেছেন।
তিনি প্রকাশ্যে দাবি করেন, হৃত্বিক তাঁকে গোপনে ই-মেইল পাঠাতেন, সম্পর্ক গোপন রাখতে বলতেন।
জবাবে হৃত্বিক আদালতের শরণাপন্ন হন, জানান—“এই সম্পর্ক সম্পূর্ণ কল্পিত।”
বছরের পর বছর ধরে দু’জনের মধ্যে চলতে থাকে আইনি লড়াই, সোশ্যাল মিডিয়া যুদ্ধ ও ব্যক্তিগত আক্রমণ। ইন্ডাস্ট্রিতে এমন রোমান্স থেকে যুদ্ধের রূপান্তর বিরল।
২. কারিনা কাপুর ও শাহিদ কাপুর: প্রেম থেকে দূরত্বের ডায়েরি
‘জব উই মেট’ জুটির রসায়ন বাস্তব জীবনেও ছিল স্পষ্ট। কারিনা-শাহিদ ছিলেন তখন বলিউডের সবচেয়ে আলোচিত প্রেমিক-প্রেমিকা।
কিন্তু ‘কুরবানি’ ছবির শুটিংয়ের সময় হঠাৎ তাঁদের সম্পর্ক ভেঙে যায়।
বলা হয়, কারিনা তখন সাইফ আলি খানের সঙ্গে ঘনিষ্ঠ হন। শাহিদ ভেঙে পড়েন, কিছু সময় পর নিজেকে গুটিয়ে নেন।
আজ দু’জনই আলাদা জীবন শুরু করেছেন, কিন্তু তাঁদের অতীত প্রেম এখনো বহু ভক্তের মনে প্রশ্ন জাগায়—এতো ভালো বোঝাপড়ার সম্পর্ক ভেঙে গেল কেন?
৩. রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন: প্রতারণার তিক্ত স্মৃতি
দীপিকা নিজেই এক সাক্ষাৎকারে বলেন, “আমি ওকে (রণবীর) পুরোপুরি বিশ্বাস করতাম, অথচ সে আমার পেছনে অন্য কারও সঙ্গে ছিল।”
রণবীরের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও বারবার প্রতারণার অভিযোগ তোলেন দীপিকা।
বিয়ের পর রণবীর বললেও, দীপিকার সেই প্রকাশ্য ক্ষোভ দর্শকদের মনে গেঁথে যায়। পরবর্তীতে রণবীর আলিয়া ভাটকে বিয়ে করেন। দীপিকা এখন রণবীর সিং-এর সঙ্গে বিবাহিত, কিন্তু অতীতের ছায়া মাঝেমধ্যে এখনও ফিরে আসে।
৪. সাইফ আলি খান ও অমৃতা সিং: বয়স, অভিজাততা ও ভাঙন
সাইফ যখন ২১, অমৃতা ছিলেন ৩৩। বয়সের ব্যবধান অগ্রাহ্য করে তাঁরা বিয়ে করেন। কিন্তু পরে সাইফ বলেন, “আমি এই সম্পর্কে শ্বাসরুদ্ধ হয়ে পড়ছিলাম।”
২০০৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়। সাইফ পরে কারিনা কাপুরকে বিয়ে করেন, আর অমৃতা সন্তানদের নিয়ে একা থেকে যান।
৫. বলিউডে সম্পর্ক মানে কি শুধুই ফ্যাশন?
অনেকেই প্রশ্ন করেন—বলিউডে সম্পর্ক কি শুধুই প্রচারণার মাধ্যম?
সংবাদমাধ্যম, পাপারাজ্জি, ট্রেন্ডিং হ্যাশট্যাগ—সব মিলিয়ে অনেক সময় মনে হয়, বাস্তব অনুভূতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় জনসংযোগ ও প্রভাব।
ভক্তদের অনেকেই বিশ্বাস হারান যখন প্রিয় জুটি ভেঙে যায় হঠাৎ করে।
📣 মতামত দিন, শেয়ার করুন
বলিউডের সম্পর্কগুলো কেন এত অস্থির? আপনি কি মনে করেন, এরা ভালোবাসার চেয়ে বেশি ‘ক্যারিয়ার-কেন্দ্রিক’ বন্ধনে জড়ান?