Home বিনোদন কান উৎসবে ছেঁড়া গাউনে উর্বশী, রেড কার্পেটে বিতর্কে বলিউড অভিনেত্রী

কান উৎসবে ছেঁড়া গাউনে উর্বশী, রেড কার্পেটে বিতর্কে বলিউড অভিনেত্রী

শেষে ছেঁড়া পোশাকে উর্বশী রৌতেলা! ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক: ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবের প্রথমদিনেই আলোচনায় এসেছিলেন বলিউড অভিনেত্রী ও মডেল উর্বশী রাউতেলা। কালো জমিনে রঙিন কাজের গাউন এবং হাতে টিয়া পাখির আকারের একটি ব্যাগ নিয়ে হাজির হয়েছিলেন তিনি। এই পোশাক নির্বাচন নিয়ে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছিলেন উর্বশী। তবে বিতর্ক সেখানেই থামেনি।

রবিবার কানের লাল গালিচায় দ্বিতীয়বারের মতো হাজির হন উর্বশী। এদিন তাঁর পরনে ছিল পোশাক পরিকল্পক নাজা সাদের ডিজাইন করা কালো রঙের একটি গাউন। কিন্তু এই গাউনের বাঁ হাতে বাহুর নিচের অংশে ছেঁড়া দেখা যায়, যা নজর এড়ায়নি উপস্থিত ক্যামেরার। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এই দৃশ্য, ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

চেষ্টা করেও পরিস্থিতি সামাল দিতে পারেননি উর্বশী। যদিও নিজের ইনস্টাগ্রামে অভিনেত্রী যে ছবিগুলি পোস্ট করেছেন, সেগুলিতে ছেঁড়া অংশটি দেখা যাচ্ছে না—সব ছবিই তোলা হয়েছে ভিন্ন কোণ থেকে।

নেটিজেনরা বিষয়টিকে হালকাভাবে নেয়নি। কেউ মন্তব্য করেছেন, “কানে ছেঁড়া পোশাক পরে উপস্থিত হওয়া প্রথম ভারতীয়!” আরেকজন লিখেছেন, “ছেঁড়া পোশাকে লাল গালিচায় হাঁটতেও দ্বিধা করেননি উর্বশী!”

এমন পরিস্থিতি উর্বশীর ক্যারিয়ারে কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলবে। তবে কানের মতো গ্ল্যামারসজ্জিত আন্তর্জাতিক মঞ্চে এমন পোশাক বিভ্রাট নিঃসন্দেহে অভিনেত্রীর জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।