Home আন্তর্জাতিক মালয়েশিয়ায় ভুয়া কাগজপত্রে প্রবেশের চেষ্টা, ৫৭ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় ভুয়া কাগজপত্রে প্রবেশের চেষ্টা, ৫৭ বাংলাদেশি আটক

পর্যটন ভিসায় মালয়েশিয়ায় গিয়ে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমান বন্দরে জাল হোটেল বুকিং ও ভুয়া রিটার্ন ফ্লাইটের টিকিটসহ হাতেনাতে ধরা পড়েছে ৫৭ জন বাংলাদেশি। বুধবার দিবাগত রাতে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা এক অভিযানে  এদের জালিয়াতি শনাক্ত হয়।

 আন্তর্জাতিক ডেস্ক: পর্যটন ভিসায় মালয়েশিয়ায় গিয়ে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমান বন্দরে জাল হোটেল বুকিং ও ভুয়া রিটার্ন ফ্লাইটের টিকিটসহ হাতেনাতে ধরা পড়েছে ৫৭ জন বাংলাদেশি। বুধবার দিবাগত রাতে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা এক অভিযানে  এদের জালিয়াতি শনাক্ত হয়।

সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়, বিমানবন্দরের আগমনী টার্মিনালে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা ও ইমিগ্রেশন কাউন্টারে সরাসরি না গিয়ে অপেক্ষমাণ অবস্থায় থাকা ৩৩০ বিদেশি নাগরিকের ওপর র‍্যান্ডম তল্লাশি চালানো হয়। এ সময়ে ৫৭ জন বাংলাদেশি, ৫ জন ভারতীয় এবং ২ জন পাকিস্তানিকে আটক করা হয়।

তল্লাশিতে দেখা যায়, অধিকাংশ বাংলাদেশি যাত্রী ভুয়া তথ্য উপস্থাপন করে মালয়েশিয়ায় ঢোকার চেষ্টা করছিলেন। তাদের দেখানো হোটেল বুকিং ছিল জাল এবং রিটার্ন ফ্লাইটের টিকিট ছিল সম্পূর্ণ ভুয়া। অনেকেই রিকনফার্মড টিকিট বা বুকিং রেফারেন্স দেখাতে পারেননি। কিছু কাগজপত্র পর্যালোচনায় দেখা গেছে, একই টেমপ্লেট ব্যবহার করে একাধিক যাত্রী ভিন্ন ভিন্ন তথ্য দিয়ে ফরম পূরণ করেছেন যা পূর্বপরিকল্পিত জালিয়াতির ইঙ্গিত দেয়।

অপর ৫ জন ভারতীয় এবং ২ জন পাকিস্তানিও মালয়েশিয়ায় প্রবেশের জন্য নির্ধারিত শর্ত পূরণ করতে পারেননি।

বিবৃতিতে বলা হয়, এই ধরনের অভিযান মালয়েশিয়ার সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য অব্যাহত থাকবে।  মূল লক্ষ্য দেশের সীমান্ত সুরক্ষার সর্বোচ্চ মান বজায় রাখা এবং প্রতারণা, অনুপ্রবেশ বা যে কোনো ধরনের হুমকির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। মালয়েশিয়ার অভিবাসন ব্যবস্থাপনা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন থাকলেও এই অভিযান দেশটির নিরাপত্তা সংস্থার সতর্ক অবস্থানের বহিঃপ্রকাশ বলেই মনে করছেন বিশ্লেষকরা।

মালয়েশিয়ার বিশ্লেষকরা মনে করছেন, শ্রমবাজারে চাহিদা থাকলেও নানা ধরনের সীমাবদ্ধতা ও মধ্যস্বত্বভোগীদের কারণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার নাগরিকরা ঝুঁকিপূর্ণ পথে দেশটিতে প্রবেশের চেষ্টা করছে। এর ফলে প্রতিনিয়ত ধরা পড়ছে অনিয়ম ও মানবপাচারের চক্র।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে যাদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্যপ্রমাণ পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং বাকি ব্যক্তিদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।