Home অন্যান্য কুশিয়ারার ‘দানব’ বাঘাইড় পীরের বাজারে: দাম হাঁকা হয়েছে ২ লাখ ৬০...

কুশিয়ারার ‘দানব’ বাঘাইড় পীরের বাজারে: দাম হাঁকা হয়েছে ২ লাখ ৬০ হাজার!

 পীরের বাজারে বিক্রির জন্য তোলা কুশিয়ারা নদীর সেই দানবীয় বাঘাইড়। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সিলেট: সিলেটের বিশ্বনাথ উপজেলার পীরের বাজারে বসেছে বিশাল মাছের মেলা। শনিবার (২৪ জানুয়ারি) ৪র্থ বারের মতো আয়োজিত এই মেলায় দেশি-বিদেশি ও সামুদ্রিক মাছের সমাহার থাকলেও সবার নজর কেড়েছে কুশিয়ারা নদী থেকে ধরা পড়া এক বিশালাকার ‘বাঘাইড়’। বাঘাইড়টি এক নজর দেখতে মেলায় ভিড় জমিয়েছেন শত শত উৎসুক জনতা।

মেলার সেরা আকর্ষণ: ২ লাখ ৬০ হাজারের বাঘাইড়
শেরপুরের কুশিয়ারা নদী থেকে জেলেদের জালে ধরা পড়া এই বিপন্ন প্রজাতির বাঘাইড়টির ওজন প্রায় ৬০-৬৫ কেজি। এটি মেলায় নিয়ে এসেছেন শেরপুরের মৎস্য ব্যবসায়ী ছয়ফুল মিয়া। তিনি জানান, “মাছটি তোলার পর থেকেই দোকানের সামনে মানুষের ভিড় লেগে আছে। আমরা এটি বিক্রির উদ্দেশ্যে জেলেদের কাছ থেকে কিনে এনেছি। মাছটির দাম চেয়েছি ২ লাখ ৬০ হাজার টাকা।”
রেকর্ড ভাঙা বাঘাইড়ের ইতিহাস
সিলেট অঞ্চলে এই ৬৫ কেজির মাছটি নিয়ে তোলপাড় সৃষ্টি হলেও এর আগেও এই জনপদে আরও দানবীয় সব বাঘাইড় ধরা পড়ার রেকর্ড রয়েছে।
জকিগঞ্জের রেকর্ড (১৪০ কেজি): ২০১৮ সালে সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীতেই ধরা পড়েছিল প্রায় ১৪০ কেজি ওজনের একটি দানবীয় বাঘাইড়। সেটি পরে সিলেটের লালবাজারে কেটে কেজি দরে প্রায় ৩.৫ লাখ টাকায় বিক্রি হয়।
কানাইঘাটের বাঘাইড় (৭৯ কেজি): সিলেটের কানাইঘাট উপজেলার লোভা ছড়ায় প্রায় ৭৯ কেজি ওজনের একটি মাছ ধরা পড়েছিল, যা সেই সময়ে দেশজুড়ে আলোচনার সৃষ্টি করে।
সাম্প্রতিক সময়ে অন্যান্য বড় প্রাপ্তি
কেবল কুশিয়ারা নয়, দেশের অন্যান্য বড় নদীতেও সাম্প্রতিক সময়ে বেশ কিছু বড় বাঘাইড় ধরা পড়েছে:
পদ্মা নদী: চলতি মাসেই (জানুয়ারি ২০২৬) চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে জেলেদের জালে ৪৫ কেজি ওজনের একটি বাঘাইড় ধরা পড়ে।
যমুনা নদী: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে সম্প্রতি ৩৮ কেজি ওজনের একটি বাঘাইড় ধরা পড়ে যা প্রায় ৪৮ হাজার টাকায় বিক্রি হয়।
দর্শনার্থীদের প্রতিক্রিয়া
মেলায় আসা স্থানীয় বাসিন্দা জাবেদ আহমদ বলেন, “পীরের বাজারে প্রতি বছরই মেলা হয়, কিন্তু এবারের বাঘাইড়টি সত্যিই বিশাল। মেলায় বাঘাইড়টি দেখার জন্য আলাদা লাইন লেগে গেছে।” অপর এক দর্শনার্থী জানান, মাছটি কিনতে না পারলেও সামনে থেকে এটি দেখতে পাওয়াটাই একটা বড় অভিজ্ঞতা।
বিপন্ন অস্তিত্ব ও আইন
বিশালাকার এই মাছটি দেখতে আকর্ষণীয় হলেও আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা (IUCN) এটিকে মহাবিপন্ন ঘোষণা করেছে। বাংলাদেশের বন্যপ্রাণী আইন অনুযায়ী এই মাছ ধরা ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ হলেও লোকজ ঐতিহ্যের অংশ হিসেবে সিলেটের এই মাছের মেলাগুলোতে এখনো এর আধিপত্য দেখা যায়।