বিনোদন ডেস্ক: চীনের এনানিং চিড়িয়াখানায় এক অদ্ভুত ঘটনার সাক্ষী হলেন দর্শনার্থীরা। দিউনাশিং নামের একটি বানরকে হঠাৎই দেখা যায় হাতে সিগারেট নিয়ে ধূমপান করতে। ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, কোনো পর্যটক অসাবধানতাবশত আংশিক জ্বলা সিগারেটটি তার খাঁচার পাশে ফেলে যান। এরপর দিউনাশিং সেটি তুলে নিয়ে মানুষের মতো করে ধূমপানের ভঙ্গি করে। ভিডিওতে দেখা যায়, সে সিগারেট ধরে টান দিচ্ছে এবং ধোঁয়া ছাড়ছে, আর আশপাশের দর্শনার্থীরা বিস্মিত হয়ে তা দেখছে।
চিড়িয়াখানা প্রশাসন ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছে। তারা জানায়, দর্শনার্থীদের অসচেতন আচরণ প্রাণীদের জন্য ঝুঁকি তৈরি করে এবং এটি তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। চিড়িয়াখানার কর্মকর্তারা খাঁচার কাছে ধূমপান ও বর্জ্য ফেলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন।
প্রাণী অধিকার কর্মীরা বলছেন, এই ঘটনা চিড়িয়াখানাগুলোর নিরাপত্তা ব্যবস্থায় আরও নজরদারির প্রয়োজনীয়তা তুলে ধরে। তাদের মতে, মানুষের বেপরোয়া আচরণ প্রাণীদের অস্বাভাবিক ও ক্ষতিকর আচরণে প্ররোচিত করতে পারে।
ঘটনার পর দিউনাশিংকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং চিড়িয়াখানা দর্শনার্থীদের সচেতন আচরণের আহ্বান জানিয়েছে।










