Home আন্তর্জাতিক বান্ধবীকে নিগ্রহ: উদ্ধারে এগিয়ে এলেন ট্রাম্প পুত্র ব্যারোন

বান্ধবীকে নিগ্রহ: উদ্ধারে এগিয়ে এলেন ট্রাম্প পুত্র ব্যারোন

আজহার মুনিম শাফিন, লন্ডন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ পুত্র ব্যারোন ট্রাম্পের (২০) তৎপরতায় এক তরুণীর প্রাণ রক্ষা পাওয়ার খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘মেট্রো’। গত বছরের ২১শে জানুয়ারি এই ঘটনাটি ঘটলেও সম্প্রতি লন্ডনের একটি আদালতে মামলার শুনানি চলাকালীন বিষয়টি প্রকাশ্যে আসে।
ভিডিও কলে ধরা পড়ে ভয়াবহ দৃশ্য
প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ১৮ই জানুয়ারি রাত ২:২৩ মিনিটের দিকে লন্ডনের এক তরুণী ব্যারোনকে ফেসটাইম কল করেন। কলটি গ্রহণ করার পর ব্যারোন দেখতে পান তার সেই বান্ধবীকে এক ব্যক্তি মারধর করছে। মাত্র ১০ থেকে ১৫ সেকেন্ডের সেই কলে তিনি চিৎকারের শব্দ শোনেন এবং দেখেন এক ব্যক্তি ওই তরুণীকে আক্রমণ করছে।
পরিচয় গোপন রেখে পুলিশকে সহায়তা
পরিস্থিতির ভয়াবহতা বুঝে ব্যারোন সরাসরি যুক্তরাজ্যের জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করেন। তিনি বলেন, “আমার পরিচিত এক নারী হামলার শিকার হচ্ছেন। খুব জরুরি, দয়া করে সাহায্য করুন।” সে সময় তিনি নিজের পরিচয় গোপন রেখে ওই তরুণীর ঠিকানা পুলিশকে প্রদান করেন।
পরবর্তীতে পুলিশ তদন্তের মাধ্যমে কলার হিসেবে ব্যারোনের পরিচয় নিশ্চিত করে। ব্যারোন পুলিশকে জানান, তিনি পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় পাল্টা ফোন না করে সরাসরি পুলিশকে জানানোই শ্রেয় মনে করেছিলেন।
আদালতের জবানবন্দি ও চাঞ্চল্যকর তথ্য
লন্ডনের স্নেয়ারসব্রুক ক্রাউন কোর্টে এই মামলার শুনানি চলাকালীন ভুক্তভোগী তরুণী জানান, ব্যারোনের সেই ফোন কলটি ছিল তার জন্য ‘ঈশ্বরের আশীর্বাদ’ এবং এর মাধ্যমেই তার জীবন রক্ষা পেয়েছে।
অভিযুক্ত ব্যক্তির নাম মাটভে লিউমানচেভ (২২), যিনি একজন রুশ নাগরিক এবং ওই তরুণীর প্রাক্তন প্রেমিক। জানা গেছে, ব্যারোনের সাথে ওই তরুণীর বন্ধুত্ব নিয়ে ঈর্ষান্বিত হয়েই লিউমানচেভ এই হামলা চালিয়েছিলেন।
লিউমানচেভের বিরুদ্ধে যৌন নিপীড়ন এবং শারীরিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। তবে তার আইনজীবী সমস্ত অভিযোগ অস্বীকার করে এগুলোকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে দাবি করেছেন।