স্পোর্টস ডেস্ক:
পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও পেশোয়ার জালমির বর্তমান অধিনায়ক বাবর আজম বলেছেন, ভালো ইনিংস খেলেই আত্মতুষ্ট হওয়া যায় না, ম্যাচ জেতানোই একজন ব্যাটসম্যানের প্রকৃত সাফল্য। রাওয়ালপিন্ডিতে এক সংবাদ সম্মেলনে বাবর বলেন, “আমি অনেক দিন ধরে ভালো পারফরম্যান্সের অপেক্ষায় ছিলাম। কখনও কখনও ২০ বা ৪০ রান করেও আত্মবিশ্বাস ফিরে আসে, কিন্তু ভালো ইনিংস খেলেও যদি ম্যাচ না জিততে পারি, তখন সেই তৃপ্তি থাকে না।”
নিজের ফর্ম নিয়ে বাবর আজম বলেন, “আমি ফর্মে ফেরার জন্য চেষ্টা করছি, তবে স্বীকার করছি, আমি অনেক সময় নিজের ভুলেই আউট হই। চেষ্টা করছি সেই ভুলগুলো শুধরে নিতে।”
তিনি আরও বলেন, “আমি টি-টোয়েন্টি ওপেনার হলেও দলের প্রয়োজনে ব্যাটিং পজিশন বদলাতে রাজি। আমি সবসময় দলের প্রাধান্য দিই। যা সিদ্ধান্ত দলের জন্য ভালো, সেটাই নিই।”
পিচ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বাবর বলেন, “পিচের আচরণ বোঝাও একটা কৌশল। আগে বল করলে উইকেট সম্পর্কে ধারণা পাওয়া যায়, তবে করাচি কিংসের বিপক্ষে আমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি।”
প্রসঙ্গত, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংস পেশোয়ার জালমিকে ২৩ রানে হারিয়ে প্লে-অফে উঠে গেছে। তবে হারের মাঝেও বাবরের ব্যাট থেকে এসেছে কার্যকর ইনিংস।
পেশোয়ার জালমির পক্ষ থেকে পাকিস্তানের সেনাবাহিনীকে শ্রদ্ধা জানানোর উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, “এটা আমাদের দলের পক্ষ থেকে অসাধারণ একটি বার্তা। সেনাবাহিনী দেশের জন্য যে আত্মত্যাগ করে, সেটির প্রতি কৃতজ্ঞতা জানানো দরকার। ম্যাচ শেষে আতশবাজি ও উদযাপন সবাই উপভোগ করেছেন।”
বাবর আজম কে?
বাবর আজম, পুরো নাম মোহাম্মদ বাবর আজম, জন্ম ১৫ অক্টোবর ১৯৯৪, লাহোরে। তিনি পাকিস্তানের জাতীয় দলের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত। ডানহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বের শীর্ষস্থানীয় ব্যাটসম্যানদের একজন।
২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকেই ধারাবাহিকতা এবং পরিপক্ক ব্যাটিংয়ের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে তিন ফরম্যাটের অধিনায়কত্ব দিয়েছিল, তবে সাম্প্রতিক পরিবর্তনে তিনি কেবল পিএসএলের পেশোয়ার জালমির অধিনায়ক হিসেবে রয়েছেন।
বাবর একমাত্র পাকিস্তানি ব্যাটসম্যান যিনি একাধারে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন ফরম্যাটেই আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে অবস্থান করেছেন। তাঁর ব্যাটিং স্টাইল ক্লাসিক ও সুশৃঙ্খল, যেখানে কাভার ড্রাইভ ও ব্যাকফুট পাঞ্চ বিশেষভাবে দর্শকনন্দিত।