স্পোর্টস ডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘোষণা করেছে, অভিজ্ঞ তারকা ক্রিকেটার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদি জাতীয় টি-২০ দলের প্রস্তুতি শিবিরে যোগ দিচ্ছেন। বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-২০ সিরিজকে সামনে রেখে এই শিবির আয়োজন করা হয়েছে করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে।
৯ জুলাই থেকে শুরু হয়ে ১৫ জুলাই পর্যন্ত চলবে এই শিবির। মূল দলে থাকা ১৬ জন ক্রিকেটারের পাশাপাশি পাঁচজন বাড়তি খেলোয়াড়কে ডাকা হয়েছে। এদের মধ্যে রয়েছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ Wasim জুনিয়র, নাসিম শাহ এবং শাহীন শাহ আফ্রিদি। ৯ জুলাই করাচিতে দল একত্রিত হবে এবং ওইদিনই বাড়তি খেলোয়াড়রাও যোগ দেবেন।
এই শিবিরের মাধ্যমে পাকিস্তান দল ২০ থেকে ২৪ জুলাই ঢাকায় অনুষ্ঠেয় তিন ম্যাচের সিরিজের প্রস্তুতি নেবে। ক্যাম্প শেষে ১৫ জুলাই অধিনায়ক সালমান আলি আগা এক সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি নিয়ে কথা বলবেন।
বাংলাদেশ সফরের জন্য ঘোষিত পাকিস্তান টি-২০ দল:
- সালমান আলি আগা (অধিনায়ক)
- আব্রার আহমেদ
- আহমেদ দানিয়াল
- ফাহিম আশরাফ
- ফখর জামান
- হাসান নবাজ
- হুসেইন তালাত
- খুশদিল শাহ
- মোহাম্মদ আব্বাস আফ্রিদি
- মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক)
- মোহাম্মদ নবী
- সাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক)
- সাইম আয়ুব
- সালমান মির্জা
- সুফিয়ান মুকীম
প্রস্তুতি শিবিরে যোগ দেওয়া বাড়তি খেলোয়াড়:
- বাবর আজম
- মোহাম্মদ রিজওয়ান
- মোহাম্মদ Wasim জুনিয়র
- নাসিম শাহ
- শাহীন শাহ আফ্রিদি
বাংলাদেশে সিরিজের সূচি:
- ২০ জুলাই: প্রথম টি-২০ ম্যাচ, সন্ধ্যা ৬টা, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
- ২২ জুলাই: দ্বিতীয় টি-২০ ম্যাচ, সন্ধ্যা ৬টা, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
- ২৪ জুলাই: তৃতীয় টি-২০ ম্যাচ, সন্ধ্যা ৬টা, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা