Home চট্টগ্রাম ৯৩৫ কোটি টাকায় দুটি আধুনিক বাল্ক ক্যারিয়ার কিনছে বাংলাদেশ

৯৩৫ কোটি টাকায় দুটি আধুনিক বাল্ক ক্যারিয়ার কিনছে বাংলাদেশ

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি)র জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। ছবি: সংগৃহীত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) বহরে যুক্ত হচ্ছে  দুটি আধুনিক বাল্ক ক্যারিয়ার । প্রতিটি ৫৫ থেকে ৬৬ হাজার ডেডওয়েট টন (ডিডব্লিউটি) ধারণক্ষমতাসম্পন্ন জাহাজ দুটি কিনতে ব্যয় হবে মোট ৯৩৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকা। মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

সরকারি সূত্রে জানা গেছে, ‘দুটি প্রতিটি ৫৫-৬৬ হাজার ডিডব্লিউটি সম্পন্ন বাল্ক ক্যারিয়ার জাহাজ অর্জন’ প্রকল্পের আওতায় এক ধাপ দুই খাম দরপত্র পদ্ধতিতে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। এতে তিনটি প্রতিষ্ঠান অংশ নিলেও দুটি প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য (রেসপনসিভ) বিবেচিত হয়। পর্যালোচনা শেষে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হিসেবে যুক্তরাষ্ট্রভিত্তিক হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি নির্বাচিত হয়। প্রতিষ্ঠানটি ৭৬.৬৯৮ মিলিয়ন মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় ৯৩৫ কোটি টাকার বেশি) জাহাজ দুটি সরবরাহ করবে।

বিএসসির নিজস্ব অর্থায়নে ক্রয় হওয়া জাহাজ দুটি দেশের সামুদ্রিক পণ্য পরিবহন সক্ষমতা বাড়াবে। এসব জাহাজ প্রধানত কয়লা, শস্য, লোহা ও খনিজ পণ্য পরিবহনে ব্যবহৃত হবে। এর ফলে বিদেশি জাহাজ ভাড়া খরচ কমে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে বলে আশা করছে সরকার।

অর্থ উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। এর মধ্যে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে বিশ্বব্যাংক অর্থায়নে বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌপরিবহন প্রকল্প-১–এর অবশিষ্ট কাজ সরকারি ক্রয় পদ্ধতিতে সম্পাদনের অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটির আওতায় চট্টগ্রাম–ঢাকা–আশুগঞ্জ ও সংযুক্ত নৌপথে খনন, টার্মিনাল ও অন্যান্য অবকাঠামো নির্মাণের কাজ দ্রুত শেষ করা হবে।

এই ক্রয় অনুমোদনের মাধ্যমে শুধু বিএসসির বহর সমৃদ্ধই হবে না, বরং দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে দ্রুততা ও খরচ সাশ্রয়ের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।