বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রাম-১১ সংসদীয় আসনে বাম প্রগতিশীল দেশপ্রেমিক শক্তির পতাকাবাহী বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মনোনীত প্রার্থী আল কাদেরী জয়-এর (মই মার্কা) সমর্থনে দিনভর মুখরিত ছিল ইপিজেড ও সংলগ্ন এলাকা। মঙ্গলবার বিকেলে ৪০নং ওয়ার্ডের খালপাড়, মকবুল সোসাইটি ও ইপিজেড অঞ্চলে এই গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।
গণমানুষের দ্বারে দ্বারে মই মার্কা
বিকেল ৩টা থেকেই বাসদ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যান আল কাদেরী জয়। তিনি সাধারণ মানুষের সাথে অত্যন্ত আন্তরিকভাবে কুশল বিনিময় করেছেন এবং তাদের হাতে নির্বাচনি লিফলেট তুলে দেন। স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে তাদের সমস্যার কথা প্রার্থীর সামনে তুলে ধরেন। বিশেষ করে শ্রমজীবী মানুষ তাদের অধিকার আদায়ে ‘মই’ মার্কার প্রতি সংহতি প্রকাশ করেন।
সংসদকে শ্রমিকের হাতিয়ার করার অঙ্গীকার
পথসভায় নেতৃবৃন্দ বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার কঠোর সমালোচনা করে বলেন, “স্বাধীনতার ৫৫ বছর পার হলেও সাধারণ মানুষের মৌলিক আকাঙ্ক্ষা পূরণ হয়নি। গত নির্বাচনগুলোর মাধ্যমে সংসদকে মূলত ‘কোটিপতিদের ক্লাবে’ পরিণত করা হয়েছে।”
তারা আরও অভিযোগ করেন যে, শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষি নীতির ক্ষেত্রে সরকার বরাবরই উদাসীন থেকেছে।
বক্তারা জোর দিয়ে বলেন, “মই মার্কা কেবল একটি নির্বাচনি প্রতীক নয়, এটি মেহনতী মানুষের অধিকার আদায়ের হাতিয়ার। আমরা সংসদকে সাধারণ মানুষের জন্য কাজ করার স্থানে পরিণত করতে চাই।”
উপস্থিত নেতৃবৃন্দ
পথসভায় উপস্থিত থেকে সংহতি জানান বাসদ চট্টগ্রাম জেলা সদস্য আকরাম হোসেন, নুরুল হুদা নিপু, আহমদ জসিম এবং ইজিবাইক সংগ্রাম পরিষদের নেতা মো. মাসুদ। এছাড়া সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন ও স্কুল বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা শ্রাবণীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী প্রচারণায় অংশ নেন।
প্রচারণা শেষে স্থানীয়দের পক্ষ থেকে ব্যাপক ইতিবাচক সাড়া পাওয়া যায়। সাধারণ ভোটাররা আশা প্রকাশ করেন যে, আগামী নির্বাচনে মই মার্কায় ভোট দিয়ে তারা তাদের ভাগ্যোন্নয়নের পথ প্রশস্ত করবেন।