Home Second Lead বাসের ধাক্কায় মাহিন্দ্রার ৬ যাত্রী নিহত, জনতার ক্ষোভে বাসে আগুন

বাসের ধাক্কায় মাহিন্দ্রার ৬ যাত্রী নিহত, জনতার ক্ষোভে বাসে আগুন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ময়মনসিংহ: শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা ইন্দিরারপার এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মাহিন্দ্রায় থাকা ছয়জন যাত্রী। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। সড়কে নেমে আসে শোক ও উত্তেজনার ছায়া।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, রাত তখন ঘনিয়ে এসেছে। কাজিয়াকান্দা ইন্দিরারপার এলাকার রাস্তা খানিকটা ফাঁকা। এমন সময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ‘শ্যামলী বাংলা পরিবহনের’ একটি বাস হালুয়াঘাটের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রা যাত্রীবাহী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই ছিটকে পড়ে যাত্রীরা। নিহত হন ছয়জন, যাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

মূহুর্তেই কান্নার রোল পড়ে যায়। রাস্তার পাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকা রক্তাক্ত দেহ দেখে স্তব্ধ হয়ে যায় মানুষ। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে এ ঘটনার পর উত্তেজিত জনতা দুর্ঘটনাকবলিত বাসে আগুন ধরিয়ে দেয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফুলপুর ফায়ার স্টেশনের ইনচার্জ লুৎফর রহমান বলেন, “আমরা ঘটনাস্থল থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।”

ফুলপুর থানার ওসি মো. আব্দুল হাদি বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, মাহিন্দ্রার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আরও কয়েকজন গুরুতর আহত। হতাহতদের নাম-পরিচয় সংগ্রহের চেষ্টা চলছে।”

ঘটনার পর হালুয়াঘাট-ময়মনসিংহ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। রক্তাক্ত সন্ধ্যার সাক্ষী হয় কাজিয়াকান্দা গ্রাম।

নিহতদের মধ্যে কারো বিয়ের কথা ছিল আগামী সপ্তাহে, কেউ আবার শহরে যাচ্ছিলেন চিকিৎসা নিতে—এমন অসংখ্য গল্প থেমে গেল একটি ধাক্কায়।

স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল বলেন, “চোখের সামনে এমন ঘটনা দেখে আর স্থির থাকতে পারিনি। যারা মারা গেছে, তারা হয়তো ঠিক এমন এক সন্ধ্যায় নিজের মতো করে বাঁচতে চেয়েছিল, কিন্তু ভাগ্য তাদের সে সময়টুকু দিল না।”

এ ঘটনায় ফুলপুরবাসী শোকে বিহ্বল। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।