Home Second Lead বরিশালে বিআরটিসির চলন্ত বাসে ভয়াবহ আগুন: যাত্রীদের অল্পের জন্য রক্ষা

বরিশালে বিআরটিসির চলন্ত বাসে ভয়াবহ আগুন: যাত্রীদের অল্পের জন্য রক্ষা

সংগৃহীত ছবি
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, বরিশাল:  উজিরপুর উপজেলায় ঢাকা–বরিশাল মহাসড়কে চলন্ত একটি বিআরটিসি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১১টা ৪৫ মিনিটের দিকে ইচলাদি টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীরা বাসের পেছনে ধোঁয়া দেখতে পেয়ে চিৎকার শুরু করলে চালক বাসটি দ্রুত থামিয়ে দেন। যাত্রীদের দ্রুত বাস থেকে নামতে সক্ষম হন, ফলে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়।

বাসটির নম্বর ছিল ব্রাহ্মণবাড়িয়া–ব–১১–০০০৪। চালক মো. শাহজালাল জানান, বাসটি বরিশাল থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। যাত্রীরা বাসের পেছনে ধোঁয়া দেখতে পেয়ে চিৎকার শুরু করলে চালক বাসটি দ্রুত থামিয়ে দেন। যাত্রীদের দ্রুত বাস থেকে নামতে সক্ষম হন, ফলে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়।

ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।