বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের রাজনীতিতে যুক্ত হলো নতুন একটি রাজনৈতিক দল—বাংলাদেশ ইউনাইটেড পার্টি (বিইউপি)। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।
বিইউপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন জাকির হোসেন প্রধানিয়া। তিনি বলেন, “আমাদের লক্ষ্য মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, জনগণের অধিকার সংরক্ষণ, অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা ও আইনের শাসন নিশ্চিত করে একটি উন্নত ও আধুনিক বাংলাদেশ গঠন করা।”
দলটি মোট ১৮টি লক্ষ্য ও উদ্দেশ্য ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ইতিহাস সংরক্ষণ, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিতকরণ, নারীর সমঅধিকার, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, প্রযুক্তিনির্ভর শিক্ষা ও স্বাস্থ্যসেবা, এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা।
এছাড়া দলটি প্রবাসীদের সুরক্ষা ও ভোটাধিকারের ব্যবস্থা, পরিবেশ রক্ষা, যুবসমাজের সৃজনশীল অংশগ্রহণ, কৃষক-শ্রমিকের অধিকার সংরক্ষণ, ও বলিষ্ঠ পররাষ্ট্রনীতি গ্রহণের প্রতিশ্রুতিও দিয়েছে।
বিইউপি’র ঘোষণাপত্রে বলা হয়, দলটি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সর্বদা অবিচল থাকবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে নতুন দলের এই আত্মপ্রকাশ আগামী দিনের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে পারে।










