বিজনেসটুডে৩৫ প্রতিনিধি, ঝিনাইদহ: কালীগঞ্জে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মহব্বত আলী (৬০) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত চারজন।
রোববার সকালে উপজেলার নাকোবাড়িয়া গ্রামে এই সংঘর্ষ ঘটে। নিহত মহব্বত আলী ওই গ্রামের মৃত হবিবার রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, জামাল ইউনিয়নের নজরুল ইসলাম ও আরিফ হোসেন নামের দুই নেতার মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক প্রভাব বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল। নজরুল ইসলাম আগে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকলেও সম্প্রতি বিএনপিতে যোগ দিয়ে নিজস্ব একটি সামাজিক বলয় তৈরি করার চেষ্টা করেন। এতে ক্ষুব্ধ হয় আরিফপন্থীরা।
রোববার সকালে নজরুলপন্থীরা নাকোবাড়িয়া গ্রামে ঢুকে হামলা চালালে আরিফপন্থীরা প্রতিরোধ গড়ে তোলে। উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি হলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে অন্তত পাঁচজন গুরুতর আহত হন।
আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে মহব্বত আলীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আহতদের মধ্যে রয়েছেন বড় তালিয়ান গ্রামের রিফাজুল ইসলাম (৪০), মিকাইল হোসেন, রেজাউল ইসলাম (৪৩) ও ইউনুছ আলী (৬০)।
জামাল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহাফুজুর রহমান বলেন, ‘নজরুল ইসলাম আওয়ামী লীগ থেকে এসে বিএনপির একাংশকে প্রভাবিত করে এলাকায় আধিপত্য কায়েমের চেষ্টা করছিলেন। তার সঙ্গে কোলা ইউনিয়নের আওয়ামী লীগ চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদও যুক্ত ছিলেন।’
তিনি দাবি করেন, ‘রোববারের হামলা ছিল পরিকল্পিত। তবে গ্রামের সাধারণ মানুষ তা প্রতিহত করে।’
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল হাওলাদার জানান, সংঘর্ষে একজন নিহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ ও সেনা টহল অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
📢 আপনার মতামত জানাতে কমেন্ট করুন।
👍 প্রতিবেদনটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না।
🔁 সত্য জানার প্রয়াসে প্রতিবেদনটি শেয়ার করুন বন্ধুদের সঙ্গে।
📰 এমন আরও তথ্যভিত্তিক সংবাদ পড়তে ভিজিট করুন: www.businesstoday24.com