বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চাঁদপুর: হাজীগঞ্জে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে উভয়পক্ষের নেতাকর্মীরা রয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনা ঘটে শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার পালিশারা গ্রামে। উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব কাজী জসিম জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে ৯ নম্বর গন্ধর্ব্যপুর ইউনিয়নের জামায়াত নেতা ও পালিশারা শাহমিরান মিরা বাড়ী জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করেন।
শুক্রবার সকালে বিষয়টি জানতে চাইলে জামায়াতের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় বিএনপি পক্ষের অন্তত ১০ জন আহত হন। ইউনিয়ন যুবদল নেতা নেছার আহম্মেদ জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি।
উপজেলা জামায়াত নেতা মাওলানা মোজাম্মেল হোসেন পরাণ ও মাওলানা ইলিয়াস হোসেন সংবাদকর্মীদের বলেন, “ছবিটি অসাবধানতাবশত শেয়ার হয়েছে। বিষয়টি জানতে পারার পর তা ডিলিট করা হয়েছে এবং ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেছি। তারপরও শুক্রবার সকালে বৈঠকের আগে বিএনপির নেতাকর্মীরা হামলা চালায়।”
হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানিয়েছেন, “বিষয়টি লক্ষ্য করে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। সংঘর্ষে আহতদের চিকিৎসা চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। থানায় এখনও কেউ আটক হয়নি।”
প্রাথমিকভাবে জানা গেছে, সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে বিএনপির ১০ জন এবং জামায়াতের ১০–১২ জন নেতাকর্মী রয়েছেন।