Home Second Lead বিএনপি বারবার ফিনিক্স পাখির মতো ফিরে এসেছে: মির্জা ফখরুল

বিএনপি বারবার ফিনিক্স পাখির মতো ফিরে এসেছে: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা করা হলেও দলটি প্রতিবারই “ফিনিক্স পাখির মতো” ফিরে এসেছে। দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল শেষে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “বিএনপিকে ধ্বংস করার জন্য নানা ধরনের দমন-পীড়ন চালানো হয়েছে। প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, ২০ হাজারের বেশি নেতাকর্মীকে হত্যা এবং ১,৭০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে।”
তাঁর দাবি, এ সব নিপীড়নের পরেও বিএনপি জনগণের সমর্থন নিয়ে টিকে আছে এবং ঘুরে দাঁড়িয়েছে।

তিনি বলেন, “বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে বারবার সংগ্রাম করেছে।”
তিনি আরও বলেন, তারেক রহমান নির্বাসনে থেকেও দীর্ঘ ১৫ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছেন।

মির্জা ফখরুল বলেন, “আল্লাহর অশেষ রহমতে এবং জনগণ ও ছাত্রদের আন্দোলনের মাধ্যমে ভয়াবহ ফ্যাসিবাদী পরিস্থিতি থেকে আমরা মুক্তি পেয়েছি।”
তবে সামনে নতুন চ্যালেঞ্জ হিসেবে তিনি তুলে ধরেন আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন—যেটিকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে হবে বলে দাবি জানান।

তিনি জানান, বিএনপি সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর প্রতি সর্বাত্মক সহযোগিতা করেছে। তাঁর দাবি, দলের ভবিষ্যৎ লক্ষ্য ও কাঠামোতে ইতোমধ্যে আমূল পরিবর্তনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, দলটি ৩১ দফা কর্মসূচি ঘোষণার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থায় আমূল পরিবর্তনের রূপরেখা দিয়েছে।
তিনি বলেন, “বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তবে দেশে শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, নৈতিক পরিবর্তনও আসবে, এবং বাংলাদেশ সামনে এগিয়ে যাবে।”

মির্জা ফখরুল বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন গণমাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা এবং মুক্তবাজার অর্থনীতির প্রবক্তা। তাঁর শাসনামলে তৈরি পোশাক শিল্পের গোড়াপত্তন হয় এবং রপ্তানি কার্যক্রম শুরু হয়।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করেন, যা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণের পর শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন নেতাকর্মীরা।