Home রাজনীতি ঝিনাইদহ-২ আসন নিয়ে বিএনপিতে ক্ষোভ: মিত্রদলের প্রার্থী দেওয়ার গুঞ্জনে তৃণমূলে অস্থিরতা

ঝিনাইদহ-২ আসন নিয়ে বিএনপিতে ক্ষোভ: মিত্রদলের প্রার্থী দেওয়ার গুঞ্জনে তৃণমূলে অস্থিরতা

বিএনপি
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঝিনাইদহ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসন মিত্র দল বা জোটের প্রার্থীকে ছেড়ে দেওয়া হতে পারে, এমন গুঞ্জনে ক্ষোভ ও অস্থিরতা দেখা দিয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে। তাদের আশঙ্কা, এতে শুধু দলের ভোটব্যাংকই ক্ষতিগ্রস্ত হবে না, বরং ভবিষ্যতে সংগঠনও বড় সংকটে পড়বে।

বিএনপি এখন পর্যন্ত ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। তবে ঝিনাইদহ জেলার চারটি আসনের মধ্যে তিনটিতে এখনো প্রার্থী ঘোষণা হয়নি। এর মধ্যে ঝিনাইদহ-২ আসনটি (সদর ও হরিনাকুন্ডু) মিত্র দল বা জোটের কাছে ছাড়ার আলোচনা তৃণমূল নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে।

স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময় ঝিনাইদহে বিএনপির নেতাকর্মীরা হামলা-মামলার শিকার হয়েছেন, কেউ ভোটাধিকারও প্রয়োগ করতে পারেননি। এখন যদি দলের পরিবর্তে অন্য দলের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়, তাহলে প্রকৃত কর্মীরা ভোটের মাঠে নামবেন না এবং অনেকেই দল থেকে মুখ ফিরিয়ে নেবেন।

ঝিনাইদহ-২ আসনটি সদর উপজেলার ১৩টি ইউনিয়ন, একটি পৌরসভা এবং হরিনাকুন্ডু উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার ৫ লাখ ৫০৮ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৫২ হাজার ২৩৯ জন, পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ২৬১ জন এবং হিজড়া ভোটার ৮ জন। ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত বিএনপি এই আসনে বিজয়ী হয়েছিল। তবে পরবর্তী সময়ে আওয়ামী লীগ টানা কয়েক দফা এই আসনসহ পুরো জেলাতেই প্রভাব বিস্তার করে।

হরিনাকুন্ডুর হাকিমপুর গ্রামের কৃষক গোলাম মোস্তফা বলেন, “দীর্ঘদিন পর আমরা ভোট দেবো। কিন্তু আমরা এমন কাউকে ভোট দেবো না, যাকে চিনি না বা যার সঙ্গে দেখা করতে ঢাকায় যেতে হয়।”

মথুরাপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ বায়োজিদ বলেন, “গ্রামের মানুষ দলকে ভালোবাসে। সেখানে দলের বদলে অন্য দলের প্রার্থী দিলে সেটি হবে উল্টো অবস্থান। কমে যাবে ভোটকেন্দ্রে উপস্থিতি।”

ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু বলেন, “এই আসনটি জেলা বিএনপির হৃতপিণ্ড। এখান থেকেই জেলার রাজনীতি পরিচালিত হয়। যদি মিত্র দলের প্রার্থী দেওয়া হয়, তাহলে বিএনপির রাজনীতির হৃতপিণ্ডে আঘাত আসবে।”

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা বলেন, “স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময়ে মানুষ ভোটের অধিকার হারিয়েছিল। এবার মানুষ ভোট দিতে প্রস্তুত। তাই দেশনায়ক তারেক রহমান নিশ্চয়ই তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের কথা বিবেচনায় এনে ঝিনাইদহ-২ আসনে যোগ্য বিএনপি নেতাকেই মনোনয়ন দেবেন।”