চকরিয়ায় গণসংযোগে সালাহউদ্দিন আহমেদ
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কক্সবাজার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের দলীয় মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘এ দেশের গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক ধানের শীষ। রক্তদানের মধ্য দিয়ে ২০২৪ সালে গণতন্ত্র মুক্ত হয়েছে এবং জনগণ ভোটাধিকার ফিরে পেয়েছে। তবে নির্বাচন বিলম্বিত করতে কয়েকটি দল ষড়যন্ত্র করছে।’
মঙ্গলবার (৩ ডিসেম্বর) কক্সবাজারের চকরিয়ায় নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগকালে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘যারা পিআর (সংখ্যানুপাতিক নির্বাচন) পদ্ধতির কথা বলেছিল, তারা আজ মাঠে নেই। দেশে শান্তি-শৃঙ্খলা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপির কোনো বিকল্প নেই।’
নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পাঁচদিনের সফরে মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান সালাহউদ্দিন আহমেদ। সেখানে দলীয় নেতাকর্মীদের সংবর্ধনা শেষে তিনি সরাসরি চকরিয়া উপজেলার খুটাখালীতে যান। সেখানে মরহুম পীর হাফেজ আব্দুল হাইয়ের কবর জিয়ারতের মাধ্যমে তিনি আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন। এরপর খুটাখালী ইউনিয়ন বিএনপি কার্যালয় উদ্বোধন এবং স্থানীয় ১ থেকে ৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন।
দিনের কর্মসূচির দ্বিতীয় ভাগে তিনি ডুলাহাজারা ইউনিয়নে সনাতন সম্প্রদায়ের এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং ইউনিয়নটির বিভিন্ন ওয়ার্ডে পথসভা করেন। সবশেষে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপি আয়োজিত রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন।
আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত সালাহউদ্দিন আহমেদ তার নির্বাচনী এলাকা চকরিয়া ও পেকুয়া উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন ।










