Home নির্বাচন শনিবার সারাদেশে বিএনপির বিক্ষোভ

শনিবার সারাদেশে বিএনপির বিক্ষোভ

এরশাদ উল্লাহ ও ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বিএনপি। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত তদন্তের মাধ্যমে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী শনিবার (আগামীকাল) এই কর্মসূচি পালন করবে দলটি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শীর্ষক এক কর্মশালায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

কর্মশালায় রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করতে গভীর ‘নীলনকশা’ অনুযায়ী কাজ করছে একটি চক্র। তিনি বলেন, ‘‘সেই নীলনকশার অংশ হিসেবেই ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়েছে। তিনি এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এর কিছুদিন আগেই চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়, যাতে তিনি আহত হন।’’

রিজভী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘এই যে দুষ্কৃতকারীরা প্রকাশ্যে গুলি করছে—এরা কারা? নির্বাচনের আগে এমন সহিংসতা সাধারণ ঘটনা নয়।’’

অবিলম্বে তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি। রিজভী ঘোষণা দেন, এই হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে শনিবার ঢাকাসহ সারাদেশে বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিল করবে।

কর্মশালায় দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা এবং বিভিন্ন পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচনের আগমুহূর্তে প্রার্থীদের ওপর এমন হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।