বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরবর্তী নেতৃত্ব এবং দল পরিচালনার প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা রয়েছে। তবে দলের গঠনতন্ত্র বিশ্লেষণ করলে দেখা যায়, নেতৃত্বের এই উত্তরণ প্রক্রিয়া অত্যন্ত সুনির্দিষ্ট এবং আইনিভাবে নির্ধারিত।
গঠনতান্ত্রিক উত্তরাধিকার: তারেক রহমানের দায়িত্ব গ্রহণ
বিএনপির গঠনতন্ত্রের ৮ (গ) ও (ঘ) ধারা অনুযায়ী, চেয়ারপারসনের অনুপস্থিতি বা মৃত্যুতে দল পরিচালনার দায়িত্বভার কার ওপর অর্পিত হবে, তার স্পষ্ট নির্দেশনা রয়েছে। সেই অনুসারে গঠনতন্ত্রের ৮ (গ-২) উপ-ধারা অনুযায়ী, চেয়ারপারসনের অনুপস্থিতিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান (বর্তমানে তারেক রহমান) ‘ভারপ্রাপ্ত চেয়ারপারসন’ হিসেবে দায়িত্ব পালন করবেন।
স্বয়ংক্রিয় স্থলাভিষিক্ত: ৮ (গ-৩) উপ-ধারা মোতাবেক, কোনো কারণে চেয়ারপারসনের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান অবশিষ্ট মেয়াদের জন্য স্বয়ংক্রিয়ভাবে চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করবেন।
দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম হলো জাতীয় স্থায়ী কমিটি। যেকোনো জরুরি পরিস্থিতিতে বা নেতৃত্বের শূন্যতায় স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করে সাংগঠনিক সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করে থাকেন। বর্তমানে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করলেও, বেগম খালেদা জিয়ার অবর্তমানে তিনি গঠনতান্ত্রিকভাবে পূর্ণ ক্ষমতার অধিকারী হবেন।
নতুন চেয়ারপারসন নির্বাচন প্রক্রিয়া
দীর্ঘমেয়াদী বৈধতা ও পূর্ণাঙ্গ ‘চেয়ারম্যান’ হিসেবে দায়িত্ব পালনের জন্য কাউন্সিল অধিবেশন আবশ্যক। গঠনতন্ত্রের ৭ (ক) ধারা অনুযায়ী, দলের চেয়ারপারসন ৩ বছরের জন্য কাউন্সিলরদের সরাসরি ভোটে নির্বাচিত হন।
ভোটের আয়োজন: মহাসচিবের পরামর্শক্রমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয় কাউন্সিলের সভা আহ্বান করবেন, যেখানে ভোটের মাধ্যমে পরবর্তী মেয়াদের জন্য নেতৃত্ব চূড়ান্ত করা হবে।
২০১৮ সাল থেকে বেগম খালেদা জিয়া কারাবন্দী ও গুরুতর অসুস্থ থাকায় তারেক রহমান ইতোমধ্যেই ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে দল পরিচালনা করছেন। দলীয় সূত্রে জানা গেছে, প্রশাসনিক কাজ ও সাংগঠনিক সমন্বয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চেয়ারপারসনের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন চালিয়ে যাবেন।
এ ছাড়া সংসদীয় আসনের মনোনয়ন বা বড় রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে চেয়ারপারসন ও স্থায়ী কমিটির সমন্বয়ে গঠিত ‘দলীয় মনোনয়ন বোর্ড’ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। ফলে নেতৃত্বের আইনগত কাঠামো অনুযায়ী, খালেদা জিয়ার পরবর্তী সময়ে তারেক রহমানই থাকছেন বিএনপির প্রধান কান্ডারি।









