Home আইন-আদালত বিএসএএ নির্বাচন স্থগিত, আরবিট্রেশন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

বিএসএএ নির্বাচন স্থগিত, আরবিট্রেশন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন বিএসএএ-এর ২০২৫-২০২৭ মেয়াদের পর্ষদ নির্বাচনের সমস্ত কার্যক্রম হাইকোর্ট তিন মাসের জন্য স্থগিত করেছেন।
একই সঙ্গে, ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি -এফবিসিসিআই-এর আরবিট্রেশন ট্রাইব্যুনালকে একটি চলমান আরবিট্রেশন মামলা ১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই আদেশ দেওয়া হয়েছে ৭ অক্টোবর, ২০২৫ তারিখে।

 বেনোশেন মেরিটাইম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বিএসএএ-এর অ্যাসোসিয়েট গ্রুপের ভোটার নং ৩১০ সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন হাইকোর্টে একটি রিট পিটিশন (নং ১৬৩১১/২০২৫) দায়ের করেন। তিনি FBCCI-এর আরবিট্রেশন ট্রাইব্যুনালের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করেন। তার অভিযোগ, ট্রাইব্যুনাল আরবিট্রেশন মামলা নং ৯/২০২৫ (সংযুক্তি-জে/১) নিয়ে শুনানি বা কোনো সভা আহ্বান করতে ব্যর্থ হয়েছে।

হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ—বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি সৈয়দ হাসান জোবায়ের সমন্বয়ে—রুল জারি করে বিএসএএ-এর পর্ষদ নির্বাচনের পরবর্তী সকল কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেন। পাশাপাশি, আরবিট্রেশন ট্রাইব্যুনালকে ১৫ দিনের মধ্যে মামলাটি নিষ্পত্তি করার নির্দেশও দেওয়া হয়।

এই আদেশের বিষয়টি “ইমাম হাসান অ্যান্ড অ্যাসোসিয়েটস” এর সিনিয়র অ্যাডভোকেট মোঃ ইমাম হাসান প্রত্যয়ন করেছেন। সংশ্লিষ্ট সকলের তথ্যের জন্য সার্টিফিকেট জারি করা হয়েছে এবং রেফারেন্স হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ৪৪ DLR(AD) ২১৯-এর সিদ্ধান্ত উল্লেখ করা হয়েছে।