মো. মাসুদ রানা, রামগড়: সীমান্ত নিরাপত্তা জোরদার ও অপরাধ দমন কার্যক্রমে নতুন গতি আনতে খাগড়াছড়ির রামগড়ে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) বারোতম বর্ডার আউটপোস্ট (বিওপি) “ছোট ফরিংগা”র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) সকালে নতুন বিওপির উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, পিবিজিএম, পিএসসি। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “ছোট ফরিংগা বিওপি স্থাপনের মাধ্যমে সীমান্তে দায়িত্ব পালন আরও সুষ্ঠু ও কার্যকর হবে। এই বিওপি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও অবৈধ অস্ত্র পাচার, চোরাচালানসহ নানা সীমান্ত অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিজিবি সূত্র জানায়, চট্টগ্রামের মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এবং ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের মধ্যবর্তী প্রায় ৫ কিলোমিটার এলাকাটি এতদিন নিকটস্থ বিওপিগুলোর আওতার বাইরে ছিল। “ছোট ফরিংগা” বিওপি চালু হওয়ায় ওই সীমান্ত অঞ্চলের নিরাপত্তা ও নজরদারি কার্যক্রমে নতুন গতি আসবে। এতে সীমান্তবর্তী এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধ আরও সহজ হবে।
বিজিবির কর্মকর্তারা জানান, গত এক বছরে সীমান্ত নিরাপত্তা জোরদারে ছোট ফরিংগাসহ মোট ১০টি নতুন বিওপি সংযোজন করা হয়েছে, যার ফলে বিজিবির আভিযানিক দক্ষতা ও কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গুইমারা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মিজানুর রহমান, পিএসসি, জি, রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আহসান উল ইসলাম, পিএসসি এবং বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।