Home বিনোদন ‘ফাগুন বউ’-এর পর ফের জুটি বাঁধলেন বিক্রম-ঐন্দ্রিলা

‘ফাগুন বউ’-এর পর ফের জুটি বাঁধলেন বিক্রম-ঐন্দ্রিলা

বিনোদন ডেস্ক: টলিপাড়ার জনপ্রিয় জুটি বিক্রম চট্টোপাধ্যায় ও ঐন্দ্রিলা সেন আবারও ফিরছেন দর্শকের সামনে। দীর্ঘ দেড় দশকের বন্ধুত্ব তাঁদের, আর ছোট পর্দায় তাঁদের রসায়ন দর্শকদের কাছে বিশেষভাবে জনপ্রিয়। একসময় ‘ফাগুন বউ’ ধারাবাহিক তাঁদের জুটিকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল। তারপর যদিও আর একসঙ্গে কোনো ধারাবাহিকে দেখা যায়নি তাঁদের, তবে পর্দার বাইরে বন্ধুত্ব আজও অটুট। এবার সেই বন্ধুত্বের রসায়ন নতুন রূপে ধরা দেবে দর্শকের সামনে।

জি বাংলার নতুন রিয়ালিটি শো ‘দশ দিনে দশ লাখ’-এর সঞ্চালক হিসেবে দেখা যাবে তাঁদের দু’জনকে। অর্থাৎ, বহুদিন পর আবারও একসঙ্গে ছোট পর্দায় প্রত্যাবর্তন ঘটছে এই প্রিয় জুটির। বিক্রম চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমকে বলেন, “একটা রিয়ালিটি শোয়ের সঞ্চালনা করছি আমরা। এটা জি সোনার একটি নতুন কাপল গেম শো। বিভিন্ন রকম মজার খেলা থাকবে এখানে।”

মূলত দম্পতি বা জুটিদের লড়াই ঘিরেই আবর্তিত হবে এই শো। খেলার ছলে জুটি পরীক্ষার পাশাপাশি থাকবে বিনোদনের বাড়তি মাত্রা। দর্শক আবারও পাবেন বিক্রম-ঐন্দ্রিলার মিষ্টি মেজাজ, খুনসুটি আর অদ্ভুত রসায়নের ঝলক।

উল্লেখ্য, দর্শকের কাছে টেলিভিশন সবসময়ই এক অনন্য মাধ্যম। বহু বছর আগে সিরিয়ালের হাত ধরেই বিক্রম ও ঐন্দ্রিলা হয়ে উঠেছিলেন দর্শকের প্রিয় মুখ। তাঁদের জুটির জনপ্রিয়তা এতটাই ছিল যে, দীর্ঘ বিরতির পরও অনুরাগীদের কাছে তাঁদের একসঙ্গে ফের দেখা মানেই বাড়তি উচ্ছ্বাস। তাই নতুন এই শোতে তাঁদের উপস্থিতি দর্শকদের জন্য নিঃসন্দেহে এক বিশেষ উপহার।

এখন দেখার বিষয় দর্শক আগের মতোই কি উজাড় করে ভালোবাসা বিলিয়ে দেন এই জুটিকে? নাকি রিয়ালিটি শোর মঞ্চে তাঁদের নতুন ভূমিকা এনে দেবে নতুন এক জনপ্রিয়তা? সময়ই দেবে তার উত্তর।


👉 আপনারও কি প্রিয় ছিল বিক্রম-ঐন্দ্রিলার পর্দার রসায়ন? তবে প্রতিবেদনটি লাইক 👍 ও শেয়ার 🔄 করতে ভুলবেন না!