Home Second Lead ফ্যাসিবাদী আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার পর শাহবাগে বিজয়ের উল্লাস

ফ্যাসিবাদী আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার পর শাহবাগে বিজয়ের উল্লাস

সংগৃহীত ছবি

ছাত্র-জনতারা জানিয়েছেন, তারা সরকারের ঘোষণাকে আন্দোলনের প্রথম সাফল্য হিসেবে দেখছেন। তবে আন্দোলনের মূল লক্ষ্য এখনো পূরণ হয়নি বলে জানিয়ে তারা ঘোষণা দেন, তাদের তিনটি দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত রাজপথে তাদের অবস্থান চলবে।

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ফ্যাসিবাদী শক্তি হিসেবে অভিযুক্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করায় উচ্ছ্বাসে ফেটে পড়েছে রাজধানীর শাহবাগ ও আশপাশের এলাকাজুড়ে অবস্থান নেওয়া ছাত্র-জনতা ও আন্দোলনকারীরা। শনিবার (১০ মে) রাতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই ঘোষণা আসার পরপরই শাহবাগ মোড় থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল হয়ে বাংলামোটর পর্যন্ত স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা।

রাত পৌনে বারোটায় আইন উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল জরুরি সংবাদ সম্মেলনে জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন গণহত্যা মামলার রায় ঘোষণার আগ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সকল সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এই ঘোষণার পরপরই হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে মিছিল নিয়ে বের হন আন্দোলনরত ছাত্র-জনতা এবং তারা জয়ধ্বনিতে মুখর করে তোলেন শাহবাগ চত্বর।

চোখে-মুখে বিজয়ের উচ্ছ্বাস নিয়ে হাজারো আন্দোলনকারী রাতেই শাহবাগ মোড়ে এসে সমবেত হন এবং সেখানেই তারা মিছিল শেষে সমাবেশে যোগ দেন। ‘ফ্যাসিবাদ নিপাত যাক’, ‘জুলাই বিপ্লব জিন্দাবাদ’, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ চাই’ এমন সব স্লোগানে মুখর হয়ে উঠে রাতের রাজপথ।

ছাত্র-জনতারা জানিয়েছেন, তারা সরকারের ঘোষণাকে আন্দোলনের প্রথম সাফল্য হিসেবে দেখছেন। তবে আন্দোলনের মূল লক্ষ্য এখনো পূরণ হয়নি বলে জানিয়ে তারা ঘোষণা দেন, তাদের তিনটি দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত রাজপথে তাদের অবস্থান চলবে।

তাদের দাবিগুলো হলো:
১. আওয়ামী লীগকে স্থায়ীভাবে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা
২. ‘জুলাই বিপ্লব’-কে সাংবিধানিক স্বীকৃতি প্রদান
৩. আওয়ামী লীগের নেতৃত্বে সংঘটিত জুলাই গণহত্যা, শাপলা গণহত্যা ও অন্যান্য সব ‘রাষ্ট্রীয় অপরাধের’ বিচার সম্পন্ন করা

এই তিন দফা দাবিকে সামনে রেখে শুক্রবার বিকাল থেকেই শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন তারা। বিক্ষোভকারী ছাত্র-জনতার সঙ্গে ছিলেন বিভিন্ন ইসলামপন্থী সংগঠনের কর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং স্বাধীন ছাত্র প্ল্যাটফর্মের সদস্যরা।

সরকারের নিষিদ্ধ ঘোষণাকে আন্দোলনকারীরা জনগণের বিজয় বলে আখ্যা দিয়েছেন। শাহবাগে চলমান অবস্থান কর্মসূচিতে রাতেই নতুন ব্যানার টানানো হয়, তাতে লেখা“ফ্যাসিবাদ হটেছে, এবার বিচার চাই”।

রাজনৈতিক উত্তেজনার মধ্যে আন্দোলনকারীরা বারবার বলছেন, “আমরা ফিরে যাব না, ইতিহাস তৈরি না হওয়া পর্যন্ত রাজপথ আমাদের ঘর।”