রোমের রাজপথে ক্যামেরাবন্দি যুগল!
বিনোদন ডেস্ক: দক্ষিণি সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা কি অবশেষে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন? তাঁদের প্রেম নিয়ে গুঞ্জন দীর্ঘদিনের। যদিও মুখে বরাবরই ‘ভাল বন্ধু’ বলে দাবি করেছেন তাঁরা, কিন্তু সোশ্যাল মিডিয়ার সাম্প্রতিক ছবি অন্য কথাই বলছে। নতুন বছরের শুরুতেই তাঁদের রোম সফরের ছবি দেখে নেটদুনিয়ায় শোরগোল— তবে কি বিয়ের আগেই সেরে ফেললেন ‘প্রি-হানিমুন’?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রোম সফরের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন বিজয়। কাকতালীয়ভাবে, তার কয়েকদিন আগেই রশ্মিকাও রোমের রাস্তায় কাটানো মুহূর্তের ভিডিও পোস্ট করেছিলেন। অনুরাগীদের নজর এড়ায়নি যে, দুজনের ছবির ব্যাকগ্রাউন্ড এবং লোকেশন হুবহু এক!
সবচেয়ে বেশি নজর কেড়েছে বিজয়ের পোস্ট করা একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে কেউ একজন তাঁকে দু’হাতে জড়িয়ে ধরে আছেন। সেই রহস্যময়ী নারী কি রশ্মিকা? অনুরাগীদের দাবি, বিজয়ের বন্ধুদের মাঝে রশ্মিকাকে ঠিকই চিনে নিয়েছেন তাঁরা।
কবে বাজবে বিয়ের সানাই?
সিনেপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে এক বড় খবর। গুঞ্জন উঠেছে, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে এক রাজকীয় প্রাসাদে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন এই জুটি। পরিবারের সদস্য এবং অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই সম্পন্ন হবে এই জমকালো বিয়ে। বিয়ের গুঞ্জনে ঘৃতাহুতি: রাজস্থানে বিয়ের তোড়জোড় চললেও বিজয় বা রশ্মিকা— কেউই এখন পর্যন্ত এই বিষয়ে সরাসরি মুখ খোলেননি। দুজনেই বর্তমানে তাঁদের নতুন প্রজেক্টের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
তবে কি লুকোচুরি শেষ করে ফেব্রুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসছেন ‘গিতা গোবিন্দম’ জুটি? উত্তর জানতে এখন শুধু সময়ের অপেক্ষা।










