Home Third Lead বিজিএমইএর নির্বাচনে বিজয়ী হলেন যারা

বিজিএমইএর নির্বাচনে বিজয়ী হলেন যারা

সর্বোচ্চ ১,১৪৯ ভোট পেয়ে জয়ী প্যানেল লিডার মাহমুদ হাসান খান বাবু

বিজিএমইএ নির্বাচন: ফোরামের ঝড়ো জয়,

মাহমুদ হাসান খান বাবু শীর্ষে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচন শেষে নিরঙ্কুশ জয় পেয়েছে ‘ফোরাম’ প্যানেল। সংগঠনের কার্যনির্বাহী কমিটির ৩৫টি পরিচালক পদের মধ্যে ফোরাম পেয়েছে ৩১টি। প্যানেলটির নেতৃত্বে রয়েছেন মাহমুদ হাসান খান বাবু। বিজিএমইএর অফিশিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।

শনিবার সকালে রাজধানীর ঢাকা ও চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে একযোগে ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টায় এবং চলে বিরতিহীনভাবে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত। এরপর সন্ধ্যা ৬টায় শুরু হয় ভোট গণনা।

ফলাফলে দেখা গেছে, ঢাকার ২৬টি পদের মধ্যে ফোরামের ২৫ জন প্রার্থী জয়ী হয়েছেন। কেবল মোজাম্মেল হক ভূঁইয়া পরাজিত হন, যার প্রাপ্ত ভোট ৬৮৭টি। অন্যদিকে চট্টগ্রামের ৯টি পদের মধ্যে ফোরাম জয়ী হয়েছে ৬টিতে।

ঢাকা অঞ্চল থেকে সর্বোচ্চ ১,১৪৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন প্যানেল লিডার মাহমুদ হাসান খান বাবু। এরপর ১,১২৩ ভোটে জয়ী হন শাহ রাঈদ চৌধুরী, এবং ১,০৬৬ ভোট পেয়ে তৃতীয় সর্বোচ্চ ভোট পান মিজানুর রহমান। এ ছাড়া ফোরামের অন্যান্য বিজয়ীরা হলেন: এম এ রহিম (১,০১৪), ফয়সাল সামাদ (৯৯২), ইনামুল হক খান (৯৬৬), ভিদিয়া অমৃত খান (৯৫৭), মো. হাসিব উদ্দিন (৯৫১), মো. রেজওয়ান সেলিম (৯৪১), মোহাম্মদ আবদুস সালাম (৯৪০), শিহাব উদ্দোজা চৌধুরী (৯২৯), নাফিস-উদ-দৌলা (৯১৯), সুমাইয়া ইসলাম (৯০৯), ফাহিমা আক্তার (৮৫৩), মজুমদার আরিফুর রহমান (৮৫০), আনোয়ার হোসেন চৌধুরী (৮৪৯), শেখ এইচ এম মোস্তাফিজ (৮৪৭), কাজী মিজানুর রহমান (৮৪৫), জোয়াদ্দার মোহাম্মদ হোসনে কামার আলম (৮৪২), এ বি এম শামছুদ্দিন (৮৪০), আসেফ কামাল পাশা (৮৩৬), রশীদ আহমেদ হোসাইনী (৮২৪), রুমানা রশীদ (৮১১), মোহাম্মদ সোহেল (৮০৭) এবং সামিহা আজিম (৭৯৯)।

চট্টগ্রাম অঞ্চল থেকে ফোরামের সবচেয়ে বেশি ভোট পাওয়া প্রার্থী হলেন সেলিম রহমান, যিনি পেয়েছেন ১,০৫৮ ভোট। অন্য বিজয়ীরা হলেন এম মহিউদ্দিন চৌধুরী (৯৭৯), সাকিফ আহমেদ সালাম (৯৪৪), মো. সাইফ উল্লাহ (৯২৭), মোহাম্মদ রফিক চৌধুরী (৯১৯) এবং এনামুল আজিজ চৌধুরী (৮৯০)।

সম্মিলিত পরিষদ প্যানেল থেকে ঢাকা অঞ্চলে কেবল একজন প্রার্থী জয়ী হয়েছেন—সাবেক সভাপতি ফারুক হাসান, যিনি পেয়েছেন ৮১৩ ভোট। চট্টগ্রাম অঞ্চল থেকে এ প্যানেলের তিনজন জয়ী হয়েছেন: সৈয়দ মোহাম্মদ তানভীর (৯৫০), এস এম আবু তৈয়ব (৮৩৫) এবং রাকিবুল আলম চৌধুরী (৮৩১)। প্যানেল লিডার আবুল কালাম পেয়েছেন ৬৬৬ ভোট, যা তাকে পরাজয়ের মুখে ফেলে।

অন্যদিকে, এবারের নতুন জোট ‘ঐক্য পরিষদ’ থেকে প্রতিদ্বন্দ্বিতা করা ছয় প্রার্থীর কেউই জয়লাভ করতে পারেননি।

চট্টগ্রাম ও ঢাকায় মোট ১ হাজার ৮৬৪ জন ভোটারের মধ্যে ১ হাজার ৬৩১ জন ভোট দেন, যা মোট ভোটার উপস্থিতির হিসাবে প্রায় ৮৭ শতাংশ। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৩৭৭টি এবং চট্টগ্রামে ২৫৪টি ভোট কাস্ট হয়। চট্টগ্রামে ৬টি ভোট বাতিল হয়েছে।

জানা গেছে, নবনির্বাচিত পরিচালকরা  বিজিএমইএর সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করবেন।