বিনোদন ডেস্ক: মা হওয়ার পর থেকে ওজন বৃদ্ধি নিয়ে বারবার কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী বিপাশা বসু। এক সময় বলিউডে তাঁর টানটান নির্মেদ গড়ন ও পেশিবহুল বাহুর জন্য প্রশংসা কুড়ালেও, সেই সময়েই সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। বছর কয়েক আগে ছোট পর্দায় কাজ করা অবস্থায় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর এক সাক্ষাৎকারে বিপাশার শারীরিক গড়ন নিয়ে মন্তব্য করেছিলেন— ‘‘এমন পেশিবহুল, পুরুষালি চেহারার মেয়েকে কোনও ছেলে পছন্দ করে না।’’
সম্প্রতি সেই পুরনো সাক্ষাৎকারের অংশ ফের ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি নজরে আসে বিপাশারও। ভাইরাল হওয়া ক্লিপের প্রতিক্রিয়ায় ম্রুণাল নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন— ‘‘বন্ধ করুন।’’
এর কিছু পরেই বিপাশা প্রকাশ্যে প্রতিক্রিয়া জানান। নিজের পেশির প্রশংসা করে তিনি লিখেন, ‘‘তুমি পেশি বানাও। এটা ভাল হলে দেখতে সুন্দর লাগে। তেমনই মানসিক ও শারীরিক ভাবে সুস্থ ও বলিষ্ঠ দেখায়।’’ একই সঙ্গে তিনি পুরুষতান্ত্রিক মানসিকতার সমালোচনা করে বলেন, ‘‘আমাদের পুরনো পিতৃতান্ত্রিক সমাজ মেয়েদের শারীরিক ভাবে বলিষ্ঠ দেখতে চায় না।’’
বিপাশার এই জবাব নেটিজেনদের মধ্যে সমর্থন কুড়িয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, সমাজে নারীর সৌন্দর্যের মানদণ্ড নিয়ে পুরনো ধারণা বদলানো জরুরি। অন্যদিকে, ম্রুণালের পুরনো মন্তব্যকে অনেকেই অপ্রাসঙ্গিক ও সময়ের সঙ্গে বেমানান বলে মনে করছেন।