বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৫৬ গত রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে আটকা পড়েছে। বিমানটির ডানার ফ্ল্যাপে ত্রুটি দেখা দেয়ায় উড়োজাহাজটি ওই সময়ই গ্রাউন্ডেড রাখা হয় এবং উড্ডয়ন বাতিল করতে বাধ্য হয়।
ফ্লাইটে মোট ২৬২ জন যাত্রী ছিলেন, যার মধ্যে ১৫ জন বিজনেস ক্লাস ও ২৪৭ জন ইকোনমি ক্লাসের যাত্রী রয়েছেন। পাইলট যান্ত্রিক ত্রুটি সনাক্ত করার পরই নিরাপত্তার স্বার্থে উড়োজাহাজটি আর উড়ানো হয়নি।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবিএম রওশন কবীর জানান, সমস্যাটি মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ লন্ডন থেকে পাঠানো হয়েছে এবং তা আজ (১১ আগস্ট) সন্ধ্যার মধ্যে রোমে পৌঁছাবে। মেরামত শেষে একই বিমানটিতে যাত্রীরা ঢাকায় ফিরিয়ে আনা হবে।
জানানো হয়, যন্ত্রাংশ পৌঁছানো ও মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত যাত্রী ও ক্রুদের স্থানীয় একটি হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার কারণে বিকল্প কোনো ফ্লাইট দেওয়া হয়নি।
এই যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকায় বিমান চলাচলে বড় ধরনের সময়সূচির বিঘ্ন ঘটেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপিদের জন্য বিশেষ ফ্লাইট সংরক্ষিত রাখা হয়েছে এবং অন্যান্য ফ্লাইটের পুনর্বিন্যাসে কাজ চলছে।
বিমান কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নিচ্ছে, তবে মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত অনিশ্চয়তা থাকবে বলে জানানো হয়েছে।