Home Second Lead বিমান বিধ্বস্ত: কোন হাসপাতালে কতজন

বিমান বিধ্বস্ত: কোন হাসপাতালে কতজন

বিমান বিধ্বস্তের ঘটনায় ঢাকার কোন হাসপাতালে কতজনকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে অথবা মৃতদেহ রয়েছে, তার একটি তালিকা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। খবর বিবিসির।

সেই তালিকা অনুযায়ী, কুয়েত মৈত্রী হাসপাতালে আহত আটজন, জাতীয় বার্ন ইন্সটিটিউটে আহত ৭০ জন, সিএমএইচে আহত ১৪ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ১১ জন, উত্তরা আধুনিক হাসপাতালে আহত ৬০ জন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত একজন- সর্বমোট ১৬৪ জন আহত অবস্থায় ভর্তি রয়েছে।

এছাড়া বার্ন ইন্সটিটিউটে দুই জনে মরদেহ, সিএমএইচে ১১ জনের মৃতদেহ, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দুইজনের, লুবনা জেনারেল হাসপাতালে দুইজনের, উত্তরা আধুনিক হাসপাতালে এক জনের- মোট ১৮ জনের মৃতদেহ রয়েছে।

আইএসপিআর এ সংখ্যা ১৮ জন বলে জানালেও ফায়ার সার্ভিস ১৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সোমবার বেলা ৩টা পর্যন্ত  ২৮ জনকে ভর্তি করা হয়েছে। ইনস্টিটিউটের ভর্তি তালিকায় এই ২৮ জনের নাম রয়েছে। তারা হলেন: শামীম ইউসুফ (১৪), মাহিন (১৫), আবিদ (১৭), রফি বড়ুয়া (২১), সায়েম (১২), সায়েম ইউসুফ (১৪), মুনতাহা (১১), নাফি () মেহেরিন(১২), আয়মান (১০), জায়েনা (১৩), ইমন(১৭), রোহান (১৪), আবিদ (৯), আশরাফ (৩৭), ইউশা (১১), পায়েল (১২), আলবেরা (১০), তাসমিয়া (১৫), মাহিয়া (), অয়ন (১৪), ফয়াজ (১৪), মাসুমা (৩৮), মাহাতা (১৪), শামীম, জাকির (৫৫), নিলয় (১৪), সামিয়া।