Home First Lead রাশিয়ায় যাত্রীবাহি বিমান বিধ্বস্ত, কেউ বেঁচে নেই

রাশিয়ায় যাত্রীবাহি বিমান বিধ্বস্ত, কেউ বেঁচে নেই

এভিয়েশন ডেস্ক: রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুর প্রদেশে একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় পড়েছে। স্থানীয় সময় ২৪ জুলাই  বৃহস্পতিবার সকালে সাইবেরিয়ার আঙ্গারা এয়ারলাইন্স পরিচালিত ওই বিমানটি টিন্ডা শহরের দিকে যাওয়ার সময় মাঝপথে রাডার থেকে হারিয়ে যায়। পরে উদ্ধারকারী একটি হেলিকপ্টার দুর্গম পাহাড়ি এলাকায় বিমানটির পোড়া ধ্বংসাবশেষ শনাক্ত করে। রুশ কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, বিমানটিতে থাকা ৪৯ জন যাত্রী ও ক্রুর কেউই বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে।

বিমানটিতে পাঁচ শিশু, ৪৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর ভ্যাসিলি অরলভ। রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনার কারণ হিসেবে খারাপ আবহাওয়া ও দৃশ্যমানতার অভাবকে প্রাথমিকভাবে বিবেচনা করা হচ্ছে। টিন্ডা শহরের নিকটে পৌঁছানোর সময়ই বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং পরবর্তী যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি।

ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছে দেখে, বিমানটি সম্পূর্ণরূপে বিধ্বস্ত ও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় প্রশাসন জানায়, প্রত্যক্ষদর্শীদের সহায়তায় দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করা হয়। তবে দুর্গম এলাকা হওয়ায় এবং আবহাওয়া প্রতিকূল থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

উল্লেখ্য, দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল সোভিয়েত আমলের পুরনো মডেল Antonov An-24, যা দীর্ঘদিন ধরে আঞ্চলিক ফ্লাইটে ব্যবহৃত হয়ে আসছে। বিমানটির বয়স ও প্রযুক্তিগত সীমাবদ্ধতাও দুর্ঘটনার একটি সম্ভাব্য কারণ হিসেবে তদন্তে উঠে আসতে পারে।

এই দুর্ঘটনার মাত্র তিন দিন আগেই বাংলাদেশে বিমান দুর্ঘটনায় বহু শিক্ষার্থী প্রাণ হারায়। তারও আগে আহমেদাবাদে একটি বিমান ভবনে আছড়ে পড়ে বহু মানুষের প্রাণহানি ঘটায়। পরপর এই তিনটি ভয়াবহ দুর্ঘটনা বিশ্বজুড়ে বিমান নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।

এদিকে, রাশিয়ার পরিবহন নিরাপত্তা তদন্ত কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। নিহতদের পরিবারকে সহায়তা এবং বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করে প্রকৃত কারণ নির্ধারণে কাজ করছে তারা।