Home First Lead আকাশে যান্ত্রিক ত্রুটি, ২৮৭ যাত্রী নিয়ে চট্টগ্রামে ফিরে এল বিমান

আকাশে যান্ত্রিক ত্রুটি, ২৮৭ যাত্রী নিয়ে চট্টগ্রামে ফিরে এল বিমান

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফ্লাইটটি মাঝপথ থেকে ফিরে এসে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টা ৫৮ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-১৪৮ সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে সকাল সোয়া ৭টার দিকে চট্টগ্রামে অবতরণ করে। পরে ২৮৭ জন যাত্রী নিয়ে সকাল ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে। কিন্তু কিছুক্ষণ পরই উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে পাইলট ফিরতি সিদ্ধান্ত নিয়ে চট্টগ্রাম বিমানবন্দরে জরুরি অবতরণ করেন।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, ‘যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে আসা বিমানটি বিমানবন্দরের বে নম্বর-৮ এ পার্ক করা হয়েছে। বিমানের সকল যাত্রী ও ক্রু নিরাপদে রয়েছেন।’

এই ঘটনায় কেউ হতাহত না হলেও, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন এয়ারলাইন্সে একের পর এক যান্ত্রিক ত্রুটির ঘটনা উদ্বেগ তৈরি করেছে। এর আগে জুলাই মাসেই দুবাই থেকে ঢাকাগামী একই ফ্লাইটে (বিজি-১৪৮) চাকা চাপজনিত সমস্যায় ফ্লাইটটি প্রায় ৩০ ঘণ্টা বিলম্বিত হয় এবং শত শত যাত্রী দুবাই বিমানবন্দরে আটকা পড়েন।

এছাড়া ১৬ মে কক্সবাজার থেকে ঢাকাগামী বিজি-৪৩৬ ফ্লাইটের একটি চাকাও উড্ডয়নের পর মাঝআকাশে বিচ্ছিন্ন হয়ে যায়। ওই সময় ৭১ জন যাত্রী নিয়ে বিমানটি ঢাকা বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে জানা যায়, বিমানের ল্যান্ডিং গিয়ারে থাকা বিয়ারিং নষ্ট হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

এরও আগে, ১৩ জুলাই ২০২৪ সালে জেদ্দা থেকে ঢাকাগামী ফ্লাইট বিজি-৩৯৫৬ দুই দফা উড্ডয়নের চেষ্টা করেও যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল করা হয়। একই মাসে ঢাকাগামী আরেকটি অভ্যন্তরীণ ফ্লাইটের কেবিনে এয়ারকন্ডিশন কাজ না করায় যাত্রীদের অসহ্য পরিস্থিতির মধ্য দিয়ে ফ্লাইটটি বাতিল হয়।

অভিযোগ রয়েছে, পুরোনো উড়োজাহাজ ব্যবহারের পাশাপাশি রক্ষণাবেক্ষণে ঘাটতি থাকায় বারবার এই ধরনের ঘটনা ঘটছে। এ নিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর আরও কঠোর নজরদারি ও সংস্কারমূলক পদক্ষেপের দাবি উঠেছে।