বিজনেসটুডে২৪ ডেস্ক: গুজরাতের ভাবনগরে বিয়ের মাত্র এক ঘণ্টা আগে ২৩ বছরের এক তরুণীকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে তাঁর হবু স্বামীর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, শাড়ি ও টাকা নিয়ে তর্কাতর্কির জেরে এই হত্যাকাণ্ড ঘটে। মৃতার নাম সোনি হিম্মত রাঠোড় এবং অভিযুক্ত যুবকের নাম সাজান বারারিয়া। প্রায় এক বছর ধরে তাঁরা ভাবনগরের প্রভুদাস লেক এলাকার টেকরি চক অঞ্চলে একসঙ্গে থাকতেন। গত শনিবারই ছিল তাঁদের বিয়ের নির্ধারিত দিন।
পুলিশ সূত্রে জানা যায়, বিয়ের দিন দুপুরে দুজনের মধ্যে শাড়ি কেনাকাটা ও কিছু টাকার বিষয় নিয়ে উত্তেজনা দেখা দেয়। তর্ক দ্রুতই মারাত্মক রূপ নেয়। অভিযোগ, সাজান হঠাৎ করে ঘরে থাকা একটি লোহার পাইপ তুলে সোনির মাথায় আঘাত করেন। আঘাতে সোনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর অভিযুক্ত যুবক তাঁর মাথা জোরে দেওয়ালে ঠুকে দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় সোনির।
ডেপুটি সুপারিন্টেনডেন্ট আর আর সিঙ্ঘল জানান যে এই দম্পতি প্রায় এক থেকে দেড় বছর ধরে একসঙ্গে বসবাস করছিলেন এবং বিয়ের প্রস্তুতিও চলছিল জোরকদমে। সিঙ্ঘল বলেন, “ওই দম্পতির মধ্যে শাড়ি ও টাকা নিয়ে ঝগড়া হয়। সেই তর্কের মধ্যেই সাজান লোহার পাইপ দিয়ে সোনির মাথায় আঘাত করে এবং পরে তাঁর মাথা দেওয়ালে ঠুকে দেয়। এতে সোনির মৃত্যু হয়।”
পুলিশ আরও জানায়, হত্যাকাণ্ডের পরে সাজান আতঙ্কিত হয়ে বাড়ি তছনছ করে পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা চিৎকার শুনে বাড়িতে ছুটে এসে সোনিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং পুলিশে খবর দেন।
পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে। ঘটনার নৃশংসতার পর ভাবনগর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নিহত তরুণীর পরিবার দাবি করেছে, বিয়ের প্রস্তুতির সময়ও নানা বিষয়ে সাজানের সঙ্গে সোনির মনোমালিন্য চলছিল। তারা কঠোর শাস্তির দাবি জানিয়েছে।
এই মর্মান্তিক ঘটনাটি গৃহস্থ সহিংসতা, সম্পর্কের ভাঙন এবং আর্থিক টানাপড়েন কত দ্রুত ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে তার আরেকটি দৃষ্টান্ত হয়ে রইল।









